বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল ও ভটভটির সংঘর্ষে মিজানুর রহমান (৩৮) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নন্দীগ্রাম-দেওগ্রাম সড়কের ভুস্কুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কাহালু শাখার সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। তিনি নন্দীগ্রাম উপজেলার দাড়িয়াপুর গ্রামের মেহেদী হাসানের ছেলে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, সকালে মিজানুর রহমান মোটরসাইকেলে (বাইক) করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ভুস্কুর বাজারে বিপরীতমুখী শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
এতে মিজানুর রহমান গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মারা যান।
ওসি বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ভটভটি নিয়ে চালক পালিয়ে গেছেন।
The post বগুড়ায় বাইক-ভটভটি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত appeared first on সোনালী সংবাদ.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024