পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আবু বকর ছিদ্দিককে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাত তিনটার দিকে তাকে ঝলমলিয়া বাজার এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আ’লীগ নেতা বাক্কারকে পুলিশের গাড়ি ভাঙচুর ও নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে মানুষের জানমালের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড পরিচালনা করার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে বিএনপি কর্মী মজির হত্যার মামলাও রয়েছে। এছাড়া ঝলমলিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি থাকাকালীন তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামি নাশকতা ও একটি হত্যা মামলার আসামি। তাই তাকে গ্রেপ্তার করে সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
The post পুঠিয়া পৌর আ’লীগের সভাপতি গ্রেপ্তার appeared first on সোনালী সংবাদ.