3:54 pm, Tuesday, 14 January 2025

পটুয়াখালীতে তাপ বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ পাচার, বিএনপি নেতাদের নামে মামলা 

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে কয়লা ভিত্তিক আরএনপিএল বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ চুরির ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ ৫০ জনের নামে মামলা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) বিদ্যুৎ কেন্দ্রের ডেপুটি ম্যানেজার (অ্যাডমিন) আমিনুল ইসলাম বাদী হয়ে কলাপাড়া থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় ধানখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন মোল্লা ও  সোহেল মোল্লা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযুক্তদের সকলের বাড়ি উপজেলার গিলাতলা, লোন্দা ও ধানখালী গ্রামে। চুরি হওয়া মালামাল হচ্ছে তামার তার, লোহার সামগ্রী, স্টিলের পাত সহ বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী।

মামলায় বলা হয়েছে, ৯ জানুয়ারি রাতে আসামিরা বিদ্যুৎ প্লান্টের অভ্যন্তরে প্রবেশ করে গুরুত্বপূর্ণ তামার তার, লোহার সামগ্রী, স্টিলের পাত সহ বিভিন্ন ধরনের মালামাল চুরি করে গিলাতলা বাজারের কাছে নিয়ে স্টক করে। ১০ জানুয়ারি সকালে ওই মালামাল একটি গাড়িতে পাচারের জন্য তোলা হচ্ছিল। এসময় বিদ্যুৎ কেন্দ্রের  নিরাপত্তাকর্মীরা কর্মকর্তাদের জানালে পুলিশ ক্যাম্পের সদস্যদের সহায়তায় গাড়ি সহ অন্তত আড়াই লাখ টাকা মূল্যের পাঁচ টন মালামাল উদ্ধার করেন। এই চক্রটির চোরাইকৃত আরও এক ট্রাক মালামাল ইতোপূর্বে আটক করা হয়।

স্থানীয়সূত্রে জানাগেছে, প্রতিনিয়ত নির্মাণাধীন এ তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে লোহা ও তামার স্ক্র্যাপ চুরি হচ্ছে। রাতের আধারে বিদ্যুৎ কেন্দ্র থেকে স্থানীয় প্রভাবশালীরা কোটি কোটি টাকার স্ক্র্যাপ পাচার করছে। আইনকানুনের তোয়াক্কা না করে কোন কোন সময় দিনের বেলাতেও এগুলো করা হচ্ছে।

এব্যাপারে আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্বাবাধায়ক প্রকৌশলী মে. আশ্রাব উদ্দিন জানান, বিদুৎ কেন্দ্রের নির্মাণ কাজে ব্যবহৃত তামা, লোহা ও স্টিলেরপাত সহ বিভিন্ন ধরনের মালামাল পাচারের উদ্দেশ্যে ট্রাকে তোলা হচ্ছিল। এসময় নিরাপত্তাকর্মীরা পুলিশ ক্যাম্পের সদস্যদের সহায়তায় গাড়ি সহ পাঁচ টন মালামাল উদ্ধার করেন। পরে আমরা অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করা হয়েছে। প্রয়োজনীয় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

The post পটুয়াখালীতে তাপ বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ পাচার, বিএনপি নেতাদের নামে মামলা  appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.

Tag :

পটুয়াখালীতে তাপ বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ পাচার, বিএনপি নেতাদের নামে মামলা 

Update Time : 11:13:49 pm, Monday, 13 January 2025

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে কয়লা ভিত্তিক আরএনপিএল বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ চুরির ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ ৫০ জনের নামে মামলা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) বিদ্যুৎ কেন্দ্রের ডেপুটি ম্যানেজার (অ্যাডমিন) আমিনুল ইসলাম বাদী হয়ে কলাপাড়া থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় ধানখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন মোল্লা ও  সোহেল মোল্লা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযুক্তদের সকলের বাড়ি উপজেলার গিলাতলা, লোন্দা ও ধানখালী গ্রামে। চুরি হওয়া মালামাল হচ্ছে তামার তার, লোহার সামগ্রী, স্টিলের পাত সহ বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী।

মামলায় বলা হয়েছে, ৯ জানুয়ারি রাতে আসামিরা বিদ্যুৎ প্লান্টের অভ্যন্তরে প্রবেশ করে গুরুত্বপূর্ণ তামার তার, লোহার সামগ্রী, স্টিলের পাত সহ বিভিন্ন ধরনের মালামাল চুরি করে গিলাতলা বাজারের কাছে নিয়ে স্টক করে। ১০ জানুয়ারি সকালে ওই মালামাল একটি গাড়িতে পাচারের জন্য তোলা হচ্ছিল। এসময় বিদ্যুৎ কেন্দ্রের  নিরাপত্তাকর্মীরা কর্মকর্তাদের জানালে পুলিশ ক্যাম্পের সদস্যদের সহায়তায় গাড়ি সহ অন্তত আড়াই লাখ টাকা মূল্যের পাঁচ টন মালামাল উদ্ধার করেন। এই চক্রটির চোরাইকৃত আরও এক ট্রাক মালামাল ইতোপূর্বে আটক করা হয়।

স্থানীয়সূত্রে জানাগেছে, প্রতিনিয়ত নির্মাণাধীন এ তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে লোহা ও তামার স্ক্র্যাপ চুরি হচ্ছে। রাতের আধারে বিদ্যুৎ কেন্দ্র থেকে স্থানীয় প্রভাবশালীরা কোটি কোটি টাকার স্ক্র্যাপ পাচার করছে। আইনকানুনের তোয়াক্কা না করে কোন কোন সময় দিনের বেলাতেও এগুলো করা হচ্ছে।

এব্যাপারে আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্বাবাধায়ক প্রকৌশলী মে. আশ্রাব উদ্দিন জানান, বিদুৎ কেন্দ্রের নির্মাণ কাজে ব্যবহৃত তামা, লোহা ও স্টিলেরপাত সহ বিভিন্ন ধরনের মালামাল পাচারের উদ্দেশ্যে ট্রাকে তোলা হচ্ছিল। এসময় নিরাপত্তাকর্মীরা পুলিশ ক্যাম্পের সদস্যদের সহায়তায় গাড়ি সহ পাঁচ টন মালামাল উদ্ধার করেন। পরে আমরা অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করা হয়েছে। প্রয়োজনীয় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

The post পটুয়াখালীতে তাপ বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ পাচার, বিএনপি নেতাদের নামে মামলা  appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.