বেনাপোলে বিজিবি অভিযান চালিয়ে ভারতীয় শাড়ী, চাদর, তৈরী পোশাক, নেশা জাতীয় ট্যাবলেট, মলম, চকলেট, বিভিন্ন প্রকার ওষুধ এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে। এ সময় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে ও আটক করেছে বিজিবি।
সোমবার (১৩ জানুয়ারি) বিকালে বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট, বেনাপোল আইসিপি এবং ধান্যখোলা সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৬ লাখ ৩৯ হাজার ৭৫১ টাকা মূল্যের ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট, শাড়ী, চাদর, তৈরী পোশাক, মলম, চকলেট, বিভিন্ন প্রকার ওষুধ, গাঁজা এবং কসমেটিক্স সামগ্রী আটক করা হয়।
এ সময় বেনাপোল পোর্ট থানার স্বরবাংহুদা গ্রামের ওলিয়ার রহমানের ছেলে আসাদুর রহমানকে ভারতীয় তিন কেজি গাঁজাসহ আটক করা হয়েছে।
বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে দেশের তরুন ও যুব সমাজকে মাদকের ছোবল হতে রক্ষা করায় বিজিবির এই মহতী উদ্যোগ।
খুলনা গেজেট/এএজে
The post সীমান্তে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ, আটক ১ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.