জুলাই ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকা এবং ক্যাম্পাস অস্থিতিশীল করার পরিকল্পনার অভিযোগে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের( বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী মো. রানা বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত বাবু ২০১৯-২০ শিক্ষাবর্ষের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
জানা যায়, সোমবার (১৩ জানুয়ারি) রাত ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় আন্দোলনে বাধা প্রদান এবং তার নেতৃত্বে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ রয়েছে।
এবিষয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি জানান, জুলাই ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকা এবং ক্যাম্পাস অস্থিতিশীল করার পরিকল্পনার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে
The post বশেমুরবিপ্রবি থেকে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024