নাজমুল হক মুন্না :: বরিশালের উজিরপুরে তারুণ্যের উৎসব উৎযাপন উপলক্ষে জাতীয় ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ ১৭ খেলার উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এনডিসি মুহম্মদ হিরুজ্জামান বলেন প্রতিটি খেলায় মানুষকে সকল অপরাধ থেকে দুরে রাখে এবং শরীর ও মন সুস্থ্য রাখে।” এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১৩ জানুয়ারী সোমবার বিকাল ৪ টায় উজিরপুর সরকারি ডব্লিউ বি ইউনিয়ন মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।বরিশালের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা মাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। সহকারী কমিশনার (ভুমি) হাসনাত জাহান খাঁনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ শামিম আহম্মেদ,উজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান, পৌর বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম খান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল খালেক, উজিরপুর বিএনখান ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম,সরকারি শিকারপুর শেরেবাংলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনিচুর রহমান,সরকারি উজিরপুর বারোপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহেআলম প্রমুখ। উদ্ভোধনী খেলায় উজিরপুর পৌরসভা একাদশ বনাম শোলক ইউনিয়ন একাদশকে ৪-৫ গোলে পরাজিত করে পৌরসভা একাদশ বিজয় লাভ করে।খেলায় মোট ১০ টি দল অংশ গ্রহণ করবে।
The post খেলা সকল অপরাধ থেকে দুরে রাখে,শরীর ওমন ভালো থাকে – অতিরিক্ত সচিব, এনডিসি মুহম্মদ হিরুজ্জামান। appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.