শেষ হতে যাচ্ছে পৌষ মাস। এক দিন বাদেই আসছে মাঘ মাস। এই সময়ে দেশের সবচেয়ে উত্তরের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করলেও রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে হঠাৎ বাড়ে যায় উষ্ণতা। তবে মাঘ মাসের প্রথম দিনে আবারও তাপমাত্রা নেমে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান। সোমবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমকে তিনি এই তথ্য জানান।
হাফিজুর রহমান জানান, মঙ্গলবার (১৪ জানুয়ারি) উত্তরের জনপদে তাপমাত্রা একটু কমতে পারে। এছাড়া এ সময় ঢাকাসহ বেশির ভাগ এলাকায় তাপমাত্রা খানিকটা বাড়তে পারে। তবে বুধবার মাঘ মাসের প্রথম দিনে আবারও তাপমাত্রা কমবে। কিন্তু এই দফায় তীব্র শৈত্যপ্রবাহের তেমন সম্ভাবনা নেই।
আবহাওয়াবিদ আরও জানান, দিনের সর্বোচ্চ তাপমাত্রা সোমবার রেকর্ড করা হয়েছিল ফেনীতে ৩১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তা ২৯ দশমিক ১ ডিগ্রি। শীতের দিন অনুযায়ী সর্বোচ্চ তাপমাত্রা আসলে কিছুটা বেশিই বলা যায়। এছাড়া এখন দেশের বিভিন্ন স্থানে আকাশে মেঘ রয়েছে। মেঘ কেটে গেলেই বাড়বে শীত। তাই শীতের তীব্রতা বাড়ারও সম্ভাবনা রয়ে গেছে।
আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর এই সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে মঙ্গলবার পঞ্চগড়ের তাপমাত্রা কমেছে। এ দিন ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর ফলে আয় রোজগার কমেছে নিম্নআয়ের মানুষদের। ঠিকমতো কাজে যেতে না পারায় দুর্ভোগে পড়েছেন ভ্যানচালক, পাথর শ্রমিক, চা শ্রমিক, দিনমজুর থেকে নিম্ন আয়ের মানুষ।
The post কবে থেকে বাড়বে শীত, জানালো আবহাওয়াবিদ appeared first on Ctg Times.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024