জেলার ঐতিহ্যবাহী অস্থায়ী মাছের বাজার পদুয়ার বাজার। সপ্তাহে দুদিনে কয়েক ঘণ্টার জন্য সড়কের ওপর বসা এ অস্থায়ী প্রতি হাটে বেচাবিক্রি হয় প্রায় পাঁচ থেকে ছয় কোটি টাকা। কমদামে দেশি ও সামদ্রিক মাছ কিনতে প্রতি হাটে থাকে মানুষের উপচেপড়া ভিড়।
কুমিল্লা নগরীর টমছম ব্রিজ থেকে লাকসাম সড়কের ওপর প্রায় এক কিলোমিটার জুড়ে পদুয়ার বাজার এ মাছ বাজারটিতে প্রতি রোববার ও বৃহস্পতিবার কয়েক ঘণ্টার জন্য হাট বসে সড়কের… বিস্তারিত