নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মহানগরের সহ-সভাপতি রনবীর বাড়ৈ সজলকে একদিনের রিমান্ড নিয়েছে পুলিশ। মঙ্গলবার খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত -২ এর বিচারক মো: আল আমিন তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন খালিশপুর থানার এস আই সিরাজুল ইসলাম খুলনা গেজেটকে বলেন, মহানগর ছাত্রলীগ নেতা রনবীর বাড়ৈ সজলকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের আবেদন করে প্রেরণ করা হলে আদালত তাকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
তিনি আরও বলেন, ২০২৩ সালের ২২ অক্টেবর খালিশপুর থানার বৈকালী এলাকার বিএনপি কার্যালয়ে হামরা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ এনে গেল বছরের ৩০ আগষ্ট ১৪ নং ওয়ার্ড বিএনপি’র সদস্য শেখ নুরুল ইসলাম মামলাটি দায়ের করেন, যার নং ১০। ছাত্রলীগের এ নেতা এ মামলার ৬১ নং আসামি। তাকে আজ আদালতের মাধ্যমে রিমান্ডে পেয়েছি। এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে তিনি এ প্রতিবেদককে আরও জানিয়েছেন।
উল্লেখ্য, ২৭ ডিসেম্বর বাগেরহাট জেলার মোংলা উপজেলার খাসেরডাংগা থেকে গ্রেপ্তার করে খুলনা মহানগর ডিবি পুলিশ। তার বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন ও জেলার কয়েকটি থানায় একধিক মামলা রয়েছে। ছাত্রলীগের এ নেতা খুলনা নগরীর ধর্মসভা রোডের বাসিন্দা রসময় বাড়ৈর ছেলে।
খুলনা গেজেট/এনএম
The post ছাত্রলীগ নেতা সজল একদিনের রিমান্ডে appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024