অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার সময় সাতক্ষীরার কলারোয়া সীমান্তে পাঁচ জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোর রাত সাড়ে তিনটার দিকে কলারোয়া উপজেলার পোতাপাড়া নামক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানার আলিয়াবাদ গ্রামের মোহাম্মদ আলী আব্বাসের ছেলে মো. আতিকুর রহমান (৩৬), যশোরের চৌগাছা থানার মুক্তারপুর গ্রামের মোহাম্মদ সিদ্দিকুর রহমানের ছেলে মো. আসলাম হুসাইন (৩২), বাগেরহাটের মোল্লারহাট থানার ব্রাম্মনডাঙ্গা গ্রামের তপন ঢালীর ছেলে তন্ময় ঢালী (২৫), একই জেলার মোড়লগঞ্জ থানার ছোটপরী গ্রামের মোশাররফ হোসেন খানের ছেলে মো. মাহবুব খান (১৮), ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. রাকিব হাসান (১৭)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের আওতাধীন সুলতানপুর বিওপির একটি টহল দলের সদস্যরা রাত সাড়ে তিনটার দিকে কলারোয়া উপজেলার পোতাপাড়া নামক স্থান হতে ৫ জন বাংলাদেশী নাগরিক আটক করে। তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে ঢোকে।
বিজিবির সূত্র আরো জানায়, আতিকুর রহমান ও আসলাম হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতের নয়াদিল্লী ও পশ্চিমবাংলার কুচবিহারে তাদের শ্বশুরবাড়ী রয়েছে। বর্তমানে তাদের স্ত্রী ভারতে শ্বশুরবাড়ীতে অবস্থান করছে। স্ত্রীর সাথে দেখা করার জন্য যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে তারা ভারতে যায়।
এছাড়া তন্ময় ঢালী শ্রমিকের কাজ করে, মাহাবুব খানের চাচা স্থায়ীভাবে ভারতে অবস্থান করছে। মাহবুব চাচার সাথে দেখা করার জন্য এবং রাকিব হাসানের বাবা ও মা স্থায়ীভাবে ভারতে অবস্থান করায় সে তাদের সাথে (বাবা ও মা) দেখা করতে যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিল।
বর্তমানে ভারতে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক অবৈধভাবে বসবাসকারীদের বিশেষ ধরপাকড় শুরু করায় তারা বাংলাদেশে ফিরে আসা। আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে কলারোয়া থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ানের অধিনায়ক কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়।
খুলনা গেজেট/এএজে
The post সাতক্ষীরায় অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ৫ বাংলাদেশী নাগরিক আটক appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024