চরফ্যাশন ((ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে নুসরাত জাহান হাফসা (২৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডস্থ নিহতের স্বামীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
নিহতের স্বামীর নাম মো. মামুন। তিনি ঢাকায় পূবালী ব্যাংকে জুনিয়র অফিসার পদে চাকরি করেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা। পুলিশ জানায়, রাতে ঢাকায় চাকরিরত স্বামী মামুনের সঙ্গে স্ত্রী নুসরাত জাহান হাফসার মোবাইলে পারিবারিক বিষয়ে কথা কাটাকাটি হয়। এতে অভিমান করে ঘরের শয়ন কক্ষের সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
রাতে শ্বশুর সালাউদ্দিন বাসায় ফিরে শয়ন কক্ষের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীদের জানালে তারা চরফ্যাশন থানা পুলিশকে জানায়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। চরফ্যাশন থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদার জানান, অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
The post চরফ্যাশনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.