প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১১:০২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৫, ৪:০৯ পি.এম
বেনাপোল ইমিগ্রেশন থেকে ভারত যাওয়ার সময় ইডেন মহিলা ছাত্রলীগ নেত্রীসহ আটক -২
সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় ঢাকা ইডেন মহিলা কলেজের মহিলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে (২৫) ও তার ভাই ছাত্রলীগের কর্মী সত্যজিৎ পান্ডে (২২) কে আটক করেছে বিজিবি ও ইমিগ্রেশন পুলিশ।
১৩ জানুয়ারি সকাল ১১ টার সময় ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে ও তার ভাই সত্যজিৎ পান্ডে, বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশের সময় ইমিগ্রেশন পুলিশ কর্তৃক আটক হন। আটক সুস্মিতা পান্ডের পাসপোর্ট নম্বর A08093616 সত্যজিত পান্ডে- সুস্মিতা পান্ডের ভাই। তারা স্বপন পান্ডের ছেলে ও মেয়ে এবং মাগুরা জেলার সদর থানার শাদুয়াপাড়া গ্রামের বাসিন্দা।
সত্যজিৎ পান্ডে মাগুরা জেলা ছাত্রলীগের একজন কর্মী। তিনি চিকিৎসার জন্য মেডিকেল ভিসায় ভারতে যাচ্ছিলেন এবং অ্যাটেনডেন্স ভিসায় তার বোন ইডেন মহিলা ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে ভারত গমনের উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে এলে বিজিবি ও ইমিগ্রেশন পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
ইমিগ্রেশন পুলিশের ওসি ইব্রাহিম আহম্মেদ জানান, বেনাপোল সীমান্ত দিয়ে ভারত যাওয়ার সময় সন্দেহ হলে তাদের আটক করা হয়।তারা দুইজনই ঢাকা নিউমার্কেট থানার নাশকতা মামলার আসামি।পরে সন্ধ্যায় তাদের ঢাকা নিউমার্কেট থানার মামলা নং-১৭, তারিখ ২৮-১১-২০২৪ অনুযায়ী আটক দেখানো হয়। বেনাপোল পোর্ট থানা কর্তৃপক্ষের সহায়তায় তাদের ঢাকা নিউমার্কেট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
The post বেনাপোল ইমিগ্রেশন থেকে ভারত যাওয়ার সময় ইডেন মহিলা ছাত্রলীগ নেত্রীসহ আটক -২ appeared first on Ctg Times.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024