তেরখাদার ছাগলাদহ ইউনিয়নের কুমিরডাঙ্গা বাজারে গভীর রাতে একটি মুদি দোকানে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। এতে দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে তেরখাদা ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) গভীর রাতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগি ব্যবসায়ী থানায় অভিযোগ করেছে।
দোকান মালিক তরিকুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো আমি রাত সাড়ে ৯ টার মধ্যে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। গভীর রাতে দুর্বৃত্তরা দোকানে আগুন দেয়। আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন চিৎকার শুরু করে।
রাত আড়াইটার পর মোবাইলে খবর পেয়ে বাড়ি থেকে দ্রুত দোকানে এসে অন্যদের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হই। ততক্ষণে দোকানে থাকা মুদি মালামাল, ওয়াইফাই লাইনের যন্ত্রাংশ, ৩টি মোবাইল ফোন, নগদ টাকা সহ দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে ভস্মীভূত হয়।
এতে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন দোকান মালিক তরিকুল ইসলাম।
তেরখাদা ফায়ার ষ্টেশনের সাব অফিসার আব্দুল মান্নান বলেন, গভীর রাতে খবর পেয়ে অগ্নিকান্ড স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করা হয়। তবে দোকানের মালামাল অক্ষত উদ্ধার করা সম্ভব হয়নি।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং থানায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
খুলনা গেজেট/ টিএ
The post তেরখাদায় মুদি দোকানে অগ্নিসংযোগের অভিযোগ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024