ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করে আলোচনার জন্ম দেন ইহসানউল্লাহ। জায়গা করে নেন পাকিস্তান জাতীয় দলে। তবে ইনজুরির কারণে প্রায় দেড়বছর খেলার বাইরে থাকতে হয় এই পাক পেসারকে। ইনজুরি কাঁটিয়ে মাঠে ফিরেছেন ইহসানউল্লাহ।
তবে সোমবার (১৩ জানুয়ারি) অনুষ্ঠিত হওয়া পিএসএলের ড্রাফটে দল পাননি এই গতি তারকা। ২০২৩ সালের পিএসএলে মুলতান সুলতানের হয়ে ইহসানউল্লাহ ১৪ ম্যাচে উইকেট পান ২৩ টি। বল করেন ১৫০ কিলোমিটার… বিস্তারিত