ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে যখন দাবানলে ছারখার চারদিক, তখন আগুনের লেলিহান শিখাকে হার মানিয়ে অলৌকিকভাবে ঠায় দাঁড়িয়ে আছে প্যালিসেডসের ম্যালিবু এলাকার একটি বাড়ি। কীভাবে অক্ষত আছে এই বাড়ি তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা আলোচনা, কেউ কেউ দাবি করছেন বাড়িটি একজন মুসলিমের এবং বাড়িটিতে কোরআন রাখা ছিল।নিউ ইয়র্ক পোস্ট, ডেইলি মেইলসহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, নয় মিলিয়ন ডলারের তিনতলা… বিস্তারিত