বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের আরজি কালিকাপুর সরকারি প্রাঃ বিদ্যালয়, রহমতপুর ইউনিয়নের ওলানকাঠী সরকারি প্রাঃ বিদ্যালয় ও এর আগের রাতে চাঁদপাশা ইউনিয়নের ধুমচর সরকারি প্রাঃ বিদ্যালয়ে চুরি সংগঠিত হয়েছে। প্রত্যেকটি বিদ্যালয়ের জানালার গ্রীল কেটে রাতের আধারে চুরি হয়। বিদ্যালয়গুলো থেকে ল্যাপটপ ও প্রজেক্টর নিয়ে যায় চোর চক্র। ১৪ জানুয়ারি বিদ্যালয়গুলো পরিদর্শন করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। ঘটনা ঘটছে ১৩ জানুয়ারী দিবাগত রাতে। এছাড়া বিদ্যালয়গুলো চুরি হওয়ায় উপজেলা শিক্ষা অফিসার আফসিয়া রহমান প্রধান শিক্ষকদের নিয়ে জরুরী মিটিং করেছেন বলে জানা গেছে। এদিকে ল্যাপটপ ও প্রজেক্টর টার্গেট করে চুরি করায় চিন্তিত হয়ে পরেছে শিক্ষক সমাজ। আরজি কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতী রানী দেবনাথ বলেন, সকাল ৯ টায় বিদ্যালয়ে গিয়ে দেখি সব কিছু এলোমেলো । গ্রীল কেটে আমার বিদ্যালয়ের ল্যাপটপ ও প্রজেক্টের নিয়ে গেছে চোর চক্র। নৈশ্য প্রহরী কাম দপ্তরী নান্নু কোথায় ছিলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সে ঠিকমতো ডিউটি করে না। সে রাতে বিদ্যালয়ে থাকে না। এবিষয়ে নৈশ্য প্রহরী মো. নান্নু বলেন, আমার জানামতে সকাল ৮ টা থেকে ৫ টা পর্যন্ত ডিউটি। আমি রাতে তবুও থাকি। গত রাতে আমার মা অসুস্থ থাকায় বিদ্যালয়ে থাকতে পারিনি। এদিকে স্থানীয়রা বলেন, নৈশ্য প্রহরী নান্নু মিয়া ঠিকভাবে কাজ করে না। মাঝে মধ্যে অন্যকে দিয়ে তার কাজ করিয়ে থাকেন। সহকারী উপজেলা শিক্ষা অফিসার খায়নুর নাহার নিরা বলেন, বিষয়টি আমরা শুনেছি। আমরা প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে জরুরী মিটিং করেছি। তাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছি। বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির সিকদার বলেন, আমরা চুরি যাওয়া বিদ্যালয়গুলো পরিদর্শন করেছি। মনে হচ্ছে সংঘবদ্ধ চোর চক্র। আমরা চুরির ঘটনা উদঘাটন করার চেষ্টা করছি। অপরদিকে চাঁদপাশা ইউনিয়নের বটতলা স্টেশনের তিনটি দোকান ১৩ জানুয়ারি দিবাগত-রাতে চুরি যাওয়ার ঘটনা ঘটেছে বলে খবর এসেছে।
The post বাবুগঞ্জে বিদ্যালয়ের ল্যাপটপ ও প্রজেক্টর চুরি appeared first on Amader Barisal - First online Newspaper of Greater Barisal - Stay with Barisal 24x7.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024