ঝিনাইদহের কোটচাঁদপুরে কাঠ রিফাইন কারখানার বয়লার বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও দুইজন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলার বলুহর বাসস্ট্যান্ড এলাকায় মিজানের কাঠ ডিজাইন কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কোটচাঁদপুর উপজেলার সিঙ্গিয়া গ্রামের ওমর আলীর ছেলে মিল্টন (২৬) ও একই গ্রামের ক্ষিতিশের ছেলে রাম কুমার (৫৫)।
এসএম রায়হান উদ্দীন নামের স্থানীয় এক বাসিন্দা জানান, বলুহর বাসস্ট্যান্ড এলাকার মিজানুর রহমানের কাঠ ডিজাইন কারখানার সামনে খোলা আকাশের নিচে সাইজ কাঠ রিফাইন করার জন্য বয়লারে কাঠ দিয়ে তাপ দেওয়া হচ্ছিল। এ সময় পাশের একটি কারখানায় কাঠমিস্ত্রি মিল্টন, রাম ও আলমগীর কাজ করছিলেন। হঠাৎ বয়লার বিস্ফোরণে মিল্টন ও রাম ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন আরও দুইজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোরে পাঠান। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দুর্ঘটনায় বয়লারের লোহার মুখ ২৫ থেকে ৩০ গজ দূরে ছিটকে পড়েছে। এতে পার্শ্ববর্তী দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়।
কোটচাঁদপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। দুইজন মারা গেছেন আর দুইজন আহত হয়েছেন। বয়লার অতিরিক্ত তাপ দেওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে।
খুলনা গেজেট/ টিএ
The post বয়লার বিস্ফোরণে দুই জনের মৃত্যু appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024