ভারতের দিল্লিতে খো খো বিশ্বকাপে খেলছে বাংলাদেশ। প্রথমবারের মতো অনুষ্ঠিত এই বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের ছেলে ও মেয়ে দুই দলই অংশ নিচ্ছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) জয়লাভ করেছে উভয় দলই।
ছেলেদের বিভাগে বাংলাদেশ ৫৭-২৪ পয়েন্টে হারায় শ্রীলঙ্কাকে। মেয়েদের বিভাগে বাংলাদেশ ৭৯-১৪ পয়েন্টে জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে। ছেলেদের বিভাগে ম্যাচ সেরা হয়েছেন ইদিল প্রামানিক। মেয়েদের বিভাগে সেরা খেলোয়াড় হন রিতু রানী সাহা।
আজ একই দিনে বাংলাদেশ ছেলে দল আরেক ম্যাচ খেলেছে। সেই ম্যাচে আমেরিকার বিপক্ষেও বড় ব্যবধানে জয় পেয়েছে তারা। বাংলাদেশ ৮৩-২৬ পয়েন্টে আমেরিকাকে হারায়। পুরুষ দলের পরবর্তী ম্যাচ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে, আর নারী দলের প্রতিপক্ষ জার্মানি। বাংলাদেশ খো খো ফেডারেশনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান বাবুল এই তথ্যগুলো নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/এএজে
The post বিশ্বকাপে আমেরিকাকে হারিয়েছে বাংলাদেশ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024