ময়মনসিংহে এক ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতি, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার, সমন্বয়হীনতাসহ নানা অভিযোগ পাওয়া গেছে। জেলার সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের সচিব
বিকাশ রায় এর বিরুদ্ধে এসব অভিযোগ পাওয়া গেছে। অনিয়ম ও দূর্নীতির কারণে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ তাকে চাকুরিচ্যুত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
অভিযোগ সুত্রে জানা গেছে- বিকাশ রায় এর আগেও ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান মরহুম তাজুল ইসলাম সরকারের সময়েও ভাবখালী ইউনিয়নে দায়িত্বে ছিলেন,সে সময় ইউপি সদস্যদের অধিকার বঞ্চিত করে সদস্যদের সাক্ষর জাল করে বিভিন্ন প্রকল্প চেয়ারম্যানকে সাথে নিয়ে লুট করে নিতেন বলে ইউপি সদস্যরা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থাও দিয়েছিলেন। তবে তার জালিয়াতির কারণে শেষ পর্যন্ত ইউপি সদস্যরা চেয়ারম্যানের সাথে হার মানতেও বাধ্য হয়।পরবর্তীতে চেয়ারম্যান আর তার মাঝে ভাগবাটোয়ারা নিয়ে যুদ্ধ হওয়ায় অবশেষে তাকে হালুয়াঘাট উপজেলায় বদলী করা হয়।গত ২০১৯ সালে মরহুম তাজুল ইসলাম সরকারের পুত্র আব্দুস সাত্তার সোহেল চেয়ারম্যান হওয়ার পর সোহেল চেয়ারম্যানের রিকোয়েস্টে তাকে আবারও ভাবখালী ইউনিয়ন পরিষদে দেয়া হয়। দ্বিতীয় মেয়াদে ভাবখালী ইউনিয়নে এসে চালায় তার অনিয়ম ও স্বেচ্ছাচারী কার্যক্রম। বর্তমানে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান না থাকায় প্রশাসকের নিয়ন্ত্রণে কার্যক্রম চালিয়ে বেপরোয়া ছিলেন সচিব বিকাশ। সুত্র মতে-দায়িত্ব প্রাপ্ত প্রশাসক সরকারি কর্মকর্তা হওয়ায় তিনি ইউনিয়ন পরিষদে সবসময় থাকতে না পারায় বহাল তবিয়তে তার অনিয়ন কর্মকান্ড চালিয়ে গিয়েছেন। প্রশাসকের উপস্থিতি স্বল্পতার সুযোগে সচিব বিকাশ আরো বেপরোয়া হয়ে তার অনিয়ম, দূর্নীতি, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার, সমন্বয়হীনতায় বেপরোয়া । তার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের অনলাইন জন্ম সনদে সরকারি রেটের চেয়ে অতিরিক্ত ফি আদায়, জন্ম সনদ প্রাপক ও তাদের অভিভাবকদের ভূল সনদ প্রদান, হয়রানিসহ নানা অভিযোগ করেছেন স্থানীয়রা বাসিন্দারা। এছাড়া শুধু জন্ম সনদ নয়, টিসিবি কার্ড, বিধুবা ভাতা, বয়স্ক ভাতা ও প্রতিবন্ধী ভাতার জন্যও স্থানীয় মানুষদের কাছে অনৈতিক ভাবে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে এই ইউপি সচিবের বিরুদ্ধে। তাছাড়া ট্রেড লাইসেন্সে অতিরিক্ত ফি আদায়সহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রকল্পেও তার বিরুদ্ধে অনিয়ম দূর্নীতির অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার এর পদত্যাগের পর থেকে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান না থাকায় ইউনিয়নের মানুষ সরকারি সেবা বঞ্চিত হয়েই আছেন এমন দাবী বিভিন্ন মহলের। এসব নিয়ে ইউনিয়নের বাসিন্দাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও সহকর্মীদের সাথে খারাপ ও অসংগতিপূর্ণ আচরণ করে ও ক্ষমতা খাটিয়ে তাদের চুপ করিয়ে রাখারও অভিযোগ তার বিরুদ্ধে।
নিয়ম নীতির তোয়াক্কা না করেই ইউনিয়নের জন্ম সনদসহ বিভিন্ন কাজ তিনি বাসায় নিয়ে গিয়ে করেন এমন অভিযোগও রয়েছে । তার অনিয়ম ও স্বেচ্ছাচারিতার ফলে দরিদ্র ও অসহায়রা বঞ্চিত হয়েছে। তার এসব কর্মকান্ডে ইউনিয়ন পরিষদ প্রশাসকের বদনাম হচ্ছে বলেও দাবী উঠেছে বিভিন্ন মহলে। এছাড়া তার অপকর্মের কারণে সরকার ও মাননীয় প্রধান উপদেষ্টা’র ভাবমূর্তি নষ্ট হচ্ছে। স্থানীয় জনগণ এই সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন।
এ প্রসঙ্গে ভাবখালী ইউনিয়নের সচিব বিকাশ রায় জানান, আমার বিরুদ্ধে অভিযোগ গুলো সঠিক নয়। তবে গ্রাহক কিছু হয়রানি হচ্ছে জন্ম সনদে আমাদের ভুল ভ্রান্তিসহ বিভিন্ন কারণে । আমাকে হেয় প্রতিপন্ন করতে একটি চক্র আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও জানান তিনি।
The post ময়মনসিংহে ইউপি সচিবের বিরুদ্ধে নানা অভিযোগ appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024