সোনালী ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের মানবাধিকারের জন্য লড়াই করলে সেটি হবে ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতা। আর ফ্যাসিবাদের পক্ষে যেসব কলম দিয়ে লেখা হবে, সেগুলো ভেঙে দেওয়া হবে।
আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভায় এই হুঁশিয়ারি দেন হাসনাত আবদুল্লাহ। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সমর্থনে এই গণসংযোগ ও পথসভার আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জ জেলা শাখা।
পথসভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, সহমুখপাত্র আরেফিন মুহাম্মদ, যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ্ আল আমিন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান, কেন্দ্রীয় সদস্য শওকত আলী, সাবিত আল হাসান, তামিম আহমেদ প্রমুখ।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘যেসব টক শো, যেসব মিডিয়াপাড়া, যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বুদ্ধিজীবী আওয়ামী লীগের মানবাধিকারের জন্য লড়াই করছেন; আপনারা এ ফ্যাসিবাদের তেল নুন ঘি খেয়ে এত দিন পর্যন্ত ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন। ফ্যাসিবাদের পক্ষে যে কলমগুলো লিখবেন, সেই কলমগুলো ভেঙে দেব।
ফ্যাসিবাদের পক্ষে যেসব মিডিয়া কথা বলবে, সেসব মিডিয়ার বিরুদ্ধে আমাদের অবস্থান অব্যাহত থাকবে। ফ্যাসিবাদের পক্ষে যেসব মগজ চিন্তার প্রসার ঘটাবে, তাদের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান থাকবে।’
তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হলে আওয়ামী লীগের মতো পরবর্তী সময়ে যারাই নীতিনির্ধারণী পর্যায়ে আসবে, তাদেরও একই পরিণতি হবে বলে মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী প্রতিটি রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ফ্যাসিবাদবিরোধী মনস্তাত্ত্বিক চিন্তা শক্তি রয়েছে, সব কটির সংমিশ্রণে পরবর্তী বাংলাদেশের বিনির্মাণ করতে হবে এবং প্রতিটি জিনিসের দালিলিক স্বীকৃতি দিতে হবে। অবিলম্বে জুলাই বিপ্লবের ঘোষণা দিতে হবে।
আওয়ামী লীগের প্রত্যেক নেতা-কর্মীকে বিচারের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত। তিনি বলেন, ‘তাঁদের বিচার নিশ্চিত না হওয়ার জন্য যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলবে, যারা বলবে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, আমরা ধরে নেব আওয়ামী লীগের সঙ্গে তাদের ইন্ধন ছিল।’
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ১৫ জানুয়ারি জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের আলটিমেটাম ছিল। বর্তমান সরকার রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র দেবে বলে কথা দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি।
তিনি বলেন, ‘আমাদের প্রতিনিধি হয়ে যাদের উপদেষ্টা করেছি, আপনারা যদি মনে করেন, কোনো কারণে ঘোষণা দিতে এবং জন–আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে রাষ্ট্রীয় কোনো বাধা আছে, সেটি আপনারা জনসমক্ষে প্রকাশ করুন। যদি আপনারা সেটি করতে ব্যর্থ হন, তাহলে উপদেষ্টার কাতার থেকে জনগণের কাতারে নেমে আসুন। আমরা যেভাবে আগস্টে রাস্তায় নেমে হাসিনার পতন ঘটিয়েছি, ঠিক একইভাবে রাস্তায় নেমে দাবি আদায় করে নেব।’
পথসভায় জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, ‘মুজিববাদ দিয়ে বাংলাদেশের তরুণদের কনফিউজড করা হয়েছে। চব্বিশের তরুণেরা দেখিয়ে দিয়েছে, বাংলাদেশ কী করতে পারে। শামীম ওসমান এই নারায়ণগঞ্জে জুলুম-অত্যাচার করেছে। শামীম ওসমান ও তাদের সুবিধাভোগীদের বিচারের আওতায় আনতে হবে।’
গত তিনটি জাতীয় নির্বাচনে তরুণ প্রজন্ম ভোট দিতে পারেনি উল্লেখ করে সামান্তা শারমিন বলেন, ‘গণপরিষদ নির্বাচন ছাড়া কোনো যৌক্তিক নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশে নেই। আমাদের ঘোষণাপত্রে এসব কিছুর ঘোষণা থাকতে হবে। এই ঘোষণাপত্র বাংলাদেশের তরুণদের ম্যান্ডেট হিসেবে কাজ করবে।
গত চার মাসে রাজনৈতিক দলগুলো ঘোষণাপত্রের উদ্যোগ নেয়নি। তারা তরুণ প্রজন্মের পালস বুঝতে পারেনি। লড়াই শেষ হয়নি, বাংলাদেশ পুনর্গঠনের আগপর্যন্ত বাংলাদেশের তরুণদের পার্লামেন্টে নিয়ে না যাওয়া পর্যন্ত, আমাদের লড়াই শেষ হবে না।’
পথসভা শেষে নগরের চাষাঢ়া, মিশনপাড়াসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পরে মিনি পিকআপভ্যানে করে তাঁরা সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। প্রথম আলো
The post ফ্যাসিবাদের পক্ষে যে কলম দিয়ে লেখা হবে, তা ভেঙে দেওয়া হবে: হাসনাত appeared first on সোনালী সংবাদ.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024