ক্যাম্পাস প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কেন্দ্রীয় লাইব্রেরী ও দুটি আবাসিক হলের নাম পরিবর্তন করে ব্যানার টানিয়েছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকালে নাম পরিবর্তন করে ব্যানার টানান শিক্ষার্থীরা। দুপুরের পর উপাচার্য ও উপ-উপাচার্যের কাছে স্মারকলিপি দেন তারা। এতে ৭ কার্যদিবসের মধ্যে আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তন করার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগর কমিটির আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদুল ইসলাম সাহেদ জানান, বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরির নাম থেকে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এবং আবাসিক হল থেকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা নাম পরিবর্তন করার দাবি করেছিলেন শিক্ষার্থীরা। কিন্তু এখনো নাম পরিবর্তন করা হয়নি।
শিক্ষার্থীরা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত কেন্দ্রীয় লাইব্রেরির পরিবর্তে ‘কেন্দ্রীয় গ্রন্থাগার’, বঙ্গবন্ধুর পরিবর্তে ‘বিজয় ২৪ হল’ এবং শেখ হাসিনা হলের নাম ‘কবি সুফিয়া কামাল’ লেখা ব্যানার টানিয়েছেন।
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী জানান, শিক্ষার্থীরা নাম পরিবর্তন করে ব্যানার টানান। পরে বিকেল ৩টার দিকে উপাচার্য ও তার কাছে একটি স্মারকলিপি দেন।
উপ-উপাচার্য বলেন, সিন্ডিকেট সভার মাধ্যমে নাম পরিবর্তন করতে হয়। সিন্ডিকেট সভায় যদি সভাপতি উপাচার্য নাম পরিবর্তনের বিষয়টি এজেন্ডাভুক্ত করেন, তবে আলোচনার মাধ্যমে নাম পরিবর্তনের সিদ্ধান্ত হবে। জরুরি কোনো বিষয় হলে উপাচার্য সিন্ডিকেট সভা ডেকে বিষয়টি সমাধান করতে পারেন।
The post ববির কেন্দ্রীয় লাইব্রেরি-দুই হলের নাম পাল্টে দিলেন শিক্ষার্থীরা appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.