গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর পালরদী নদীর শাখা রায়পট্টি ছাগলহাটা সরকারি খালে বেড়া দিয়ে দখল করার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার টরকী বন্দর পালরদী নদীর শাখা এই খাল দখল করার অভিযোগ পাওয়া গেছে ধুরিয়াল গ্রামের বাসিন্দা ইস্কেন্দার আলি সরদারের পুত্র মনির সরদারের বিরুদ্ধে।
স্থানীয়রা বলেছেন, খালটি টরকী বন্দর পালরদী নদীর প্রাচীন খাল। খালটি দখল করে ভরাট করা হলে ওই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হবে। এলাকাবাসীকে দুর্ভোগের শিকার হতে হবে বর্ষা মৌসুমে। গৌরনদী পৌর এলাকার রায়পট্টি ছাগলহাটাসহ বিভিন্ন আবাসিক এলাকার ড্রেনের পানি নিষ্কাশনের একমাত্র খালটি ভরাট হয়ে গেলে রায়পট্টি স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
তারা জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি খাল রক্ষা এবং খালে পানি প্রবাহের ব্যবস্থা করতে হবে। এই খালে ছোট বড় অনেক নৌকা চলাচল করেছে। সরকারি খাল দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় এ খালে চলাচলকারী নৌযানগুলো এখন চলে না।
স্থানীয়দের দাবি- দখলের খবর পাওয়া মাত্রই দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হলে সরকারি সম্পত্তি দখল অনেকটাই কমে আসবে। তাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এলাকাবাসী প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে মনির সরদার বলেন- বিষয়টি আমরা নিজেরা সমাধান করতেছি। এ নিয়ে আর কোন ঝামেলা নেই।
সরকারি জমিতে বেড়া দিয়ে দখল করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন- অনেকেই এখানে জমি দখল করে দোকান উঠাইছে। আমিতো শুধু বেড়া দিয়েছি। সরকার বললে আমি বেড়া সড়িয়ে নেব।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন বলেন- বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
The post গৌরনদীতে সরকারি খালে বেড়া দিয়ে দখলের অভিযোগ appeared first on Amader Barisal - First online Newspaper of Greater Barisal - Stay with Barisal 24x7.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024