ছেলের ছাগলকাণ্ডে সমালোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজের হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি শর্টগান ও ২৪ রাউন্ড গুলি। অস্ত্র ও গুলির বৈধ কাগজ দেখাতে না পারায় এই দম্পতির বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা করবে পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।
এর আগে বুধবার (১৫ জানুয়ারি) ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজকে। পরে তাদেরকে ডিবি কার্যালয়ে আনা হয়।
এ বিষয়ে ডিবিপ্রধান জানান, মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা থেকে তাকে নজরদারিতে রাখছিলাম। সর্বশেষ মঙ্গলবার ভোরে সস্ত্রীক তাকে গ্রেপ্তার করি।
তিনি আরও বলেন, মতিউরের বাড়ি থেকে পাওয়া শর্টগান ও ২৪ রাউন্ড গুলি ২০২১ সালের পর রিনিউ করা হয়নি। আবার সরকারের আদেশে সবাই অস্ত্র জমা দিলেও তিনি তা থানায় জমা দেননি। দুদকের মামলায় তাদের আদালতে পাঠানো হবে এবং অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে মামলা করবে।
রিমান্ডের বিষয়ে জানতে চাওয়া হলে রেজাউল করিম মল্লিক বলেন, এটা নিয়ে ঊর্ধ্বতনদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।
এদিকে এনবিআরের সাবেক এই কর্মকর্তা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদকে সাতটির বেশি মামলা রয়েছে। যাতে দুই স্ত্রী ও সন্তানদের আসামি করা হয়েছে। এনবিআরে থাকাকালে শত শত কোটি টাকার মালিক বনে যান মতিউর।
খুলনা গেজেট/এএজে
The post ছাগলকাণ্ডের মতিউরের বাসা থেকে অবৈধ অস্ত্র উদ্ধার appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024