ঝিনাইদহের কোটচাঁদপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার এলাঙ্গী গ্রামে আক্তারুজ্জামান শাহিনের রিসোর্টের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার চাঁদপাড়া গ্রামের মৃত লৎফর রহমানের ছেলে কওসার লস্কর (৫৫)।
কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, টহল পুলিশ রাত অনুমান ১টা ৩৫ মিনিটে কওসারকে আহত অবস্থায় ঘটনাস্থল আক্তারুজ্জামান শাহিনের রিসোর্টের সামনের রাস্তা থেকে উদ্ধার করে। মুমূর্ষু অবস্থায় তাকে নেওয়া হয় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানেই মৃত্যু হয় তার। রাতে মরদেহ নিজ বাড়িতে আনা হয়।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে সুরতহাল রির্পোট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ওসির আরও জানান, নিহত ব্যক্তি স্টক মালের ব্যবসায়ী এবংপূর্ব শক্রুতার জেরে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। কাউকে আটক করা হয়নি। থানায় মামলার প্রস্তুতি চলছে।
অন্য একটি সূত্র জানায়, পুলিশের সোর্স হিসাবে নিহত কওসার লস্করের এলাকায় পরিচিতি রয়েছে। ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজীম আনার হত্যা মাস্টার মাইন্ড আক্তারুজ্জামান শাহিনের রিসোর্টের সামনে ঘটনাটি ঘটায় হত্যাকাণ্ডটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
খুলনা গেজেট/এএজে
The post ঝিনাইদহে পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.