গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী বাসষ্ট্যান্ড সংলগ্ন নীলখোলা নামক এলাকায় পাকিং করে রাখা ট্রাকের সাথে বেপরোয়াগতির মোটরসাইকেল স্বজোরে ধাক্কা লেগে চালক ও আরোহী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা এগারোটার দিকে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান বরিশালটাইমসকে জানান, নিহত মোটরসাইকেল চালক রিমু খান (২২) উপজেলার দক্ষিণ রামসিদ্ধি গ্রামের হেদায়েত খানের ছেলে ও আরোহী শাহজাদা তালুকদার শাহী (৬২) কটকস্থল গ্রামের বাসিন্দা।
ওসি আরও জানান, শিমুল-সিফাত-শাহিক নামের একটি মালবাহী ট্রাক নীলখোলা এলাকায় মহাসড়কের পাশে পাকিং করে মাল আনলোড করছিল। এ সময় ভূরঘাটাগামী বেপরোয়াগতির নম্বর বিহীন একটি মোটরসাইকেল এসে ট্রাকের সাথে স্বরেজারে ধাক্কা লাগে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত রিমু খান ও শাহজাদা তালুকদারকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা রিমু খানকে মৃত বলে ঘোষণা করেন। আহত শাহজাদা তালুকদারকে মুমূর্ষ অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহজাদা তালুকদার মৃত্যুবরণ করেন।
The post গৌরনদীতে দাড়িয়ে থাকা ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা,নিহত ২ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.