সুন্দরবন থেকে হরিণের মাংস, মাথা ও পা উদ্ধার করেছে বনরক্ষীরা। বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে সুন্দরবন পূর্ব বিভাগের চাদপাই রেঞ্জের ঢাংমারি স্টেশন সংলগ্ন ঘাগড়ামারী এলাকা থেকে এই হরিণের মাংস উদ্ধার করা হয়।
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরঞ্জিত বলেন, সুন্দরবনে হরিণ পাচারকারী চক্র ঢুকছে এমন সংবাদের ভিত্তিতে ঘাগরামারি ক্যাম্পের বনরক্ষী ইউসুফ হাওলাদার, মহিউদ্দিন ও জয়নুল আবেদীন অভিযানে যায়। এসময় হরিণ শিকারি চক্র তাদের দেখে ধারালো অস্ত্র উচিয়ে হুমকি প্রদর্শন করে। এসময় বন রক্ষীরা ফাঁকা গুলি ছুড়লে শিকারীরা মাংস ফেলে রেখে গহীন বনে পালিয়ে যায়। পরে তল্লাশী চালিয়ে শিকারীদের ফেলে রাখা ৩০ কেজি হরিণের মাংস, দুটি মাথা ও ৭টি পা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, বনের মধ্যে পালিয়ে যাওয়া ৪ জন হরিণ শিকারির মধ্যে ৩ জনের পরিচয় সনাক্ত করা গেছে। এঘটনায় বন আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার বাগেরহাট আদালতে উদ্ধারকৃত মাংস পাঠানো হবে।
খুলনা গেজেট/ টিএ
The post সুন্দরবন থেকে হরিণের মাংস, মাথা ও পা উদ্ধার appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024