ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় আল-রাইম নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় মহেশপুর খালিশপুর সড়কের হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
আল-রাইম ভালাইপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং মহেশপুর হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সাহেব দাড়ি গ্রামের মিন্টু মিয়া জানান, আল-রাইম তার চাচাত ভাই আল রাকিবের সাথে মোটরসাইকেলে মহেশপুর শহরে যাচ্ছিলেন। মহেশপুর খালিশপুর সড়কের হাসপাতালের সামনে পৌঁছালে দু’টি মোটরসাইকেল ঢাকাগামী একটি বাসকে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আল-রাইম মারা যান। আল রাকিবকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হওয়ায় যশোরে পাঠানো হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় হাসপাতালের সামনে এক স্কুলছাত্র নিহত একজন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
খুলনা গেজেট/এএজে
The post মহেশপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.