প্রিমিয়ার লিগের মঙ্গলবারের (১৪ জানুয়ারি) রাতটি হতাশাজনক ছিল তিন বড় দল- ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও চেলসির জন্য। তিন দলই সহজ জয়ের সুযোগ নষ্ট করে ড্র নিয়ে মাঠ ছেড়েছে।
ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যানচেস্টার সিটি শুরুতে এগিয়ে গেলেও শেষ দিকে রক্ষণভাগের দুর্বলতায় জয়ের স্বপ্ন হারায়। ম্যাচের ৬৬ ও ৭৮ মিনিটে ফিল ফোডেনের জোড়া গোলে এগিয়ে যায় সিটি। তবে ৮২ এবং ৯২ মিনিটে গোল খেয়ে ২-২ সমতায় মাঠ ছাড়তে বাধ্য হয় পেপ গার্দিওলার দল। মৌসুমজুড়ে রক্ষণভাগ সিটির জন্য গলার কাঁটা হয়ে আছে।
নটিংহাম ফরেস্টের বিপক্ষে প্রথম লেগে একমাত্র হারের শিকার হয়েছিল লিভারপুল। দ্বিতীয় লেগেও ম্যাচের ৮ মিনিটেই গোল হজম করে অল রেডসরা। তবে বদলি খেলোয়াড় ডিয়াগো জোটার ৬৬ মিনিটে করা গোলে সমতায় ফেরে তারা। আর্নে স্লটের দল জয়ের জন্য চেষ্টা করলেও স্পষ্ট গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়।
বোর্নমাউথের বিপক্ষে চেলসি ১৩ মিনিটে কোলে পালমারের গোলে এগিয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধে রক্ষণভাগের ভুলে দুই গোল হজম করে বসে। ৫০ মিনিটে পেনাল্টি থেকে ক্লুইভার্ট এবং ৬৮ মিনিটে সেমেনো গোল করেন বোর্নমাউথের পক্ষে। শেষ সময়ে রিচি জেমসের গোলে সমতায় ফেরে ব্লুজরা।
এই ড্রয়ের ফলে লিভারপুল পয়েন্ট টেবিলে শীর্ষে থাকলেও নটিংহাম উঠে এসেছে দ্বিতীয় স্থানে। চেলসি নেমে গেছে চতুর্থ স্থানে। মৌসুমের এই পর্যায়ে এসে গুরুত্বপূর্ণ পয়েন্ট হারানোয় তিন বড় দলের শিরোপার দৌড়ে প্রভাব পড়তে পারে।
খুলনা গেজেট/এএজে
The post একই রাতে ধাক্কা খেল প্রিমিয়ার লিগের বিগ থ্রি appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024