জুলাই ঘোষণাপত্র নিয়ে সব রাজনৈতিক দলের নেতারা তাদের মতামত প্রধান উপদেষ্টার কাছে ব্যক্ত করেছেন বলে জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকলকে অন্তর্ভুক্ত করে ঘোষণাপত্র করা উচিত বলে জানান তিনি বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জুলাই ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের ডাকা সর্বদলীয় বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের এসব জানান সালাউদ্দিন। প্রতিটা রাজনৈতিক দলের এখন ঐক্য ধরে রাখাই মূল চ্যালেঞ্জ বলে জানান তিনি।
সালাউদ্দিন আহমেদ বলেন, ঐক্যকে ধরে রেখে জাতীকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের সকল রাজনৈতিক দল বিশেষ করে যারা ফ্যাসিবাদ বিরোধী ছিলো। তাদের নিয়ে একটা একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক বক্তব্য দিতে চাই।
প্রধান উপদেষ্টার আহ্বানে এসেছি। যা পরামর্শ ছিলো আমরা দিয়েছি।
ঘোষণাপত্রের বিষয়ে তিনি বলেন, সব রাজনৈতিক নেতারা তাদের পরামর্শ দিয়েছে। আমরা প্রশ্ন করেছি, এই সাড়ে পাঁচ মাস পরে ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা ছিলো কিনা। যদি থেকে থাকে সেটার রাজনৈতিক, আইনি ও ঐতিহাসিক গুরুত্ব কী? তবে সবকিছু ঠিকঠাকভাবে হয় যেন কোনো ফাটল না ধরে।
খুুলনা গেজেট/এএজে
The post রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে, সে আহ্বান জানিয়েছি appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024