দুর্দান্ত এক জয়ে চট্টগ্রাম পর্ব শুরু করলো ফরচুন বরিশাল। তামিম ইকবাল ও মালানের দুর্দান্ত ব্যাটিংয়ে ৮ উইকেটের বড় ব্যবধানে ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে জয় তুলে নেয় বরিশাল।
১৪০ রানের সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে তামিম ও মালানের ব্যাটে সহজেই জয় নিশ্চিত করে বরিশাল। তামিম ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলে আউট হলেও অপরাজিত ছিলেন মালান। তার ৪৯ রানের ইনিংসে ভর করে বরিশাল ২৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে। এটি বরিশালের চতুর্থ জয়, যা তাদের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে তুলে এনেছে। ঢাকার জন্য এটি ছিল আসরে সপ্তম হার।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ঢাকা ক্যাপিটালস শুরুটা ভালো করলেও ধারাবাহিক ব্যর্থতায় ১৩৯ রানে গুটিয়ে যায়। তানজিদ তামিম একাই লড়াই করে ৪৪ বলে ৬২ রান করেন। তার ইনিংসে ছিল চারটি ছক্কা ও দুটি বাউন্ডারি। তবে অন্য ব্যাটারদের ব্যর্থতায় দলের রান বড় হয়নি।
মুনিম শাহরিয়ার ও অধিনায়ক থিসারা পেরেরা কোনো রান না করেই সাজঘরে ফিরেন। শেষ দিকে ফারমানুল্লাহ শাফির ১১ বলে ২০ রানের ক্যামিও কিছুটা রান যোগ করলেও দলের হার ঠেকাতে পারেনি।
বরিশালের বোলিং আক্রমণে সেরা ছিলেন বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম। তিনি ৩ ওভারে ৩ উইকেট নেন। ফাহিম আশরাফ ৩.২ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। তবে রিশাদ হোসেনকে একাদশে জায়গা দেওয়া হয়নি।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই নাজমুল হোসেন শান্তকে (০) হারালেও তামিম ও মালানের ব্যাটিংয়ে কোনো চাপ পড়েনি বরিশালের। দ্বিতীয় উইকেটে ১১৮ রানের দুর্দান্ত জুটি গড়ে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান তারা। তামিম ৪৮ বলে ৬১ রানের ইনিংসে ৭টি বাউন্ডারি হাঁকান। অপরদিকে, মালান ৪৯ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন।
খুলনা গেজেট/এএজে
The post তামিমের ফিফটিতে চট্টগ্রামে দুর্দান্ত শুরু বরিশালের appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024