1:01 am, Friday, 17 January 2025

‘দেশে আওয়ামী লীগ থাকবে না হয় আমরা থাকবো’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এই বাংলাদেশে হয় আওয়ামী লীগ থাকবে না হয় আমরা থাকবো, এই বাংলাদেশে হয় ফ্যাসিবাদ থাকবে না হয় আমরা থাকব। বাংলাদেশে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হয় তাহলে সেটা আমাদের রক্তের ওপর দিয়ে করতে হবে। যারা ভোটের জন্য আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চান তারা জাতীয় স্বার্থের সঙ্গে বেঈমানি করছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার উপজেলার আলিয়া মাদরাসা ও কওমী মাদরাসার আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দেবিদ্বার ইসলামীয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মো. আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে এবং মো. আল আমিনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন দেবিদ্বার কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি আশরাফুল আলম উবাইদী, দেবিদ্বার উপজেলা জামে মসজিদের খতিব সালেহ আহম্মাদ মুনিরী, অধক্ষ কবির আহম্মেদ, মাওলানা আওলাদ হোসাইন মুরাদী, মাওলানা আব্দুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোল‌নের দেবিদ্বার উপ‌জেলা সমন্বয়ক মুক্তাদির যারিফ সিক্ত প্রমুখ।

হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশে যেসকল রাজনৈতিক দল রয়েছেন আমরা আপনাদের অবদানকে স্বীকার করছি, আপনরা দীর্ঘ ১৬ বছর নির্যাতন নিপীড়ন অত্যাচারে মধ্যে দিয়ে সময় পার করেছেন। মামলার ভয়ে এখানে সেখানে পালিয়ে বেড়িয়েছেন। আপনারা কীভাবে এতো সহজে আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন নিপীড়ন ভুলে গেলেন? ভোট বাড়ানোর জন্য আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা না করে আওয়ামী লীগ যে এত বছর অত্যাচার-নির্যাতন করেছে তার বিচারের জন্য আওয়াজ তুলুন। আল্লাহর কসম করে বলছি, আপনারা যদি বিচারের জন্য আওয়াজ তুলেন আমরা প্রয়োজনে আবার রাস্তায় নামব। ফ্যাসিবাদ আর জুলুম যারা কায়েম করেছে আপনারা যদি তাদের পক্ষে দাঁড়ান তাহলে সেটা হবে মজলুমদের বিপক্ষে আপনার অবস্থান। আমরা আমাদের দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাবো।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে সকলের অংশগ্রহণ থাকবে, যেখানে কোন বিভাজন থাকবে না, যে যাই করুক না কেন আমরা ইতিবাচক কাজে প্রতিযোগিতা করব।

এদিকে দুপুর ১টার দিকে দেবিদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাসনাত আব্দুল্লাহ। এসময় কর্মশালায় অংশ নেয়া শতাধিক শিক্ষার্থীকে বই উপহার দেন তিনি।

খুলনা গেজেট/ টিএ

 

The post ‘দেশে আওয়ামী লীগ থাকবে না হয় আমরা থাকবো’ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

Tag :

মরক্কো উপকূলে নৌকাডুবিতে ৫০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা

‘দেশে আওয়ামী লীগ থাকবে না হয় আমরা থাকবো’

Update Time : 09:09:12 pm, Thursday, 16 January 2025

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এই বাংলাদেশে হয় আওয়ামী লীগ থাকবে না হয় আমরা থাকবো, এই বাংলাদেশে হয় ফ্যাসিবাদ থাকবে না হয় আমরা থাকব। বাংলাদেশে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হয় তাহলে সেটা আমাদের রক্তের ওপর দিয়ে করতে হবে। যারা ভোটের জন্য আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চান তারা জাতীয় স্বার্থের সঙ্গে বেঈমানি করছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার উপজেলার আলিয়া মাদরাসা ও কওমী মাদরাসার আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দেবিদ্বার ইসলামীয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মো. আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে এবং মো. আল আমিনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন দেবিদ্বার কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি আশরাফুল আলম উবাইদী, দেবিদ্বার উপজেলা জামে মসজিদের খতিব সালেহ আহম্মাদ মুনিরী, অধক্ষ কবির আহম্মেদ, মাওলানা আওলাদ হোসাইন মুরাদী, মাওলানা আব্দুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোল‌নের দেবিদ্বার উপ‌জেলা সমন্বয়ক মুক্তাদির যারিফ সিক্ত প্রমুখ।

হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশে যেসকল রাজনৈতিক দল রয়েছেন আমরা আপনাদের অবদানকে স্বীকার করছি, আপনরা দীর্ঘ ১৬ বছর নির্যাতন নিপীড়ন অত্যাচারে মধ্যে দিয়ে সময় পার করেছেন। মামলার ভয়ে এখানে সেখানে পালিয়ে বেড়িয়েছেন। আপনারা কীভাবে এতো সহজে আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন নিপীড়ন ভুলে গেলেন? ভোট বাড়ানোর জন্য আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা না করে আওয়ামী লীগ যে এত বছর অত্যাচার-নির্যাতন করেছে তার বিচারের জন্য আওয়াজ তুলুন। আল্লাহর কসম করে বলছি, আপনারা যদি বিচারের জন্য আওয়াজ তুলেন আমরা প্রয়োজনে আবার রাস্তায় নামব। ফ্যাসিবাদ আর জুলুম যারা কায়েম করেছে আপনারা যদি তাদের পক্ষে দাঁড়ান তাহলে সেটা হবে মজলুমদের বিপক্ষে আপনার অবস্থান। আমরা আমাদের দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাবো।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে সকলের অংশগ্রহণ থাকবে, যেখানে কোন বিভাজন থাকবে না, যে যাই করুক না কেন আমরা ইতিবাচক কাজে প্রতিযোগিতা করব।

এদিকে দুপুর ১টার দিকে দেবিদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাসনাত আব্দুল্লাহ। এসময় কর্মশালায় অংশ নেয়া শতাধিক শিক্ষার্থীকে বই উপহার দেন তিনি।

খুলনা গেজেট/ টিএ

 

The post ‘দেশে আওয়ামী লীগ থাকবে না হয় আমরা থাকবো’ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.