বিপিএলে প্রথমবারের মতো খেলতে এসেছেন নামিবিয়ার ক্রিকেটার জেপি কোটজে। তার চোখে এখনো পর্যন্ত বিপিএল বেশ গোছানো একটা টুর্নামেন্ট। এমনকি তার দল ঢাকার ড্রেসিংরুমও বেশ উপভোগ করছেন বলে জানিয়েছেন তিনি।
আজ চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে আসেন কোটজে। সেখানে তিনি বলেন, ‘সিলেট বেশ উপভোগ করেছি। ভালো মাঠ, ভালো পরিবেশ। পৃথিবীর ওয়েস্টার্ন পার্ট থেকে এসে সিলেটের পরিবেশটা আমার বেশ ভালো লেগেছে। ঢাকার ভাইব ভালো লেগেছে। সব মিলে তিনটি ভেন্যুই উপভোগ করছি। অভিজ্ঞতা দারুণ। এখন পর্যন্ত বেশ গোছানো টুর্নামেন্টই দেখছি।’
বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলাকে বড় সুযোগ হিসেবে দেখছেন কোটজে, ‘বিশ্বজুড়ে অনেক ক্রিকেট মেধা ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের জন্য এসব লিগ অনেক বড় সুযোগ। বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে লিগ খেলা বেড়ানো মজার ব্যাপার।’
ঢাকা ফ্র্যাঞ্চাইজির প্রশংসা করে কোটজে বলেন, ‘এমন লিগ থেকে লোকাল ক্রিকেটাররা অনেক কিছু শিখতে পারে। বাংলাদেশ এই টুর্নামেন্ট দিয়ে তাদের লোকাল ক্রিকেটারদের বিশ্বমঞ্চে তুলে ধরছে। দারুণ ক্রিকেট হচ্ছে। ঢাকা ফ্র্যাঞ্চাইজি দারুণ। যোগাযোগের দিক থেকে দলটার সিইও, ম্যানেজার সবাই দারুণ। সময়মতো পারিশ্রমিকও দিচ্ছে। এখন পর্যন্ত দুশ্চিন্তা বা অভিযোগ জানানোর মতো কিছু পাইনি।’
The post শাকিব খানের ঢাকার প্রশংসা করলেন নামিবিয়ার ক্রিকেটার appeared first on Bangladesher Khela.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024