গোদাগাড়ি প্রতিনিধি: ফস্টারিং রেসিলিয়েন্স অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্ট ফর ইন্টারনাল মাইগ্রান্ট ওয়ার্কার্স অ্যান্ড ফ্যামিলিস শীর্ষক প্রকল্পের উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা গোদাগাড়ী উপজেলা প্রশাসনিক সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
গত বুধবার এসিডি’র আয়োজন ও ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হায়াত।
তিনি বলেন, অভ্যন্তরীণ অভিবাসীদের উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে সামাজিক নিরাপত্তা বেষ্টনী সেক্টরে অনেক উন্নয়ন হয়েছে, আমরা কাজ করে আসছি। সরকারের বিভিন্ন বিভাগের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে।
অভ্যন্তরীণ অভিবাসী শক্তিশালী করার মাধ্যমে অভ্যন্তরীণ অভিবাসীদের সামাজিক পরিবেশ তৈরি এবং অভিবাসীদের সামাজিক নিরাপত্তা চিহ্নিতকরণ এবং অংশীজনদের সম্পৃক্ত করার লক্ষ্যে অ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়।
সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা মোহা. আব্দুল মানিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকতা সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জয়নাল আবেদীন, উপজেলা নির্বাচন কর্মকর্তা জেবুন্নেছা শাম্মী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোমেনুল ইসলাম বক্তব্য রাখেন।
বক্তব্যে সরকারের সামাজিক সুরক্ষা প্রাপ্তিতে দিক নির্দেশনা তুলে ধরেন এবং কীভাবে সুরক্ষা প্রাপ্তি নিশ্চিত করা যাবে তা উপস্থাপন করেন। এসময় বিভিন্ন কমিউনিটির সদস্য, নাগরিক সমাজ প্রতিনিধি এবং গণমাধ্যম প্রতিনিধি উপস্থিত ছিলেন। এসিডি বাস্তবায়িত অ্যাডভোকেসি সভায় পরিচিতির মাধ্যমে সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সুব্রত কুমার পাল। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বাস্তবায়নকারি সংস্থা এসিডি পুরো কার্যক্রম উপস্থাপন করেন।
The post গোদাগাড়ীতে অভিবাসীদের উন্নয়নে অ্যাডভোকেসি সভা appeared first on সোনালী সংবাদ.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024