1:50 am, Friday, 17 January 2025

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৬৫) নিহত হয়েছেন।

গত বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শেরপুর উপজেলার উপ কর কমিশনারের কার্যালয়ের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি.) আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঢাকাগামী লেনে কলেজ রোডের বিপরীত পাশে উপজেলা উপ কর কমিশনের সামনে রোড ডিভাইডার পার হওয়ার সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পর মরদেহের ওপর দিয়ে কয়েকটি গাড়ি যাওয়ায় সেটি পিষ্ট হয়ে গেছে।

এ কারণে নিহত ব্যক্তিকে দেখে পরিচয় শনাক্ত করার মতো অবস্থা নেই। শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি.) আজিজুল ইসলাম বলেন, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশের সুরতহাল শেষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

The post বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত appeared first on সোনালী সংবাদ.

Tag :

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

Update Time : 11:10:51 pm, Thursday, 16 January 2025

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৬৫) নিহত হয়েছেন।

গত বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শেরপুর উপজেলার উপ কর কমিশনারের কার্যালয়ের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি.) আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঢাকাগামী লেনে কলেজ রোডের বিপরীত পাশে উপজেলা উপ কর কমিশনের সামনে রোড ডিভাইডার পার হওয়ার সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পর মরদেহের ওপর দিয়ে কয়েকটি গাড়ি যাওয়ায় সেটি পিষ্ট হয়ে গেছে।

এ কারণে নিহত ব্যক্তিকে দেখে পরিচয় শনাক্ত করার মতো অবস্থা নেই। শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি.) আজিজুল ইসলাম বলেন, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশের সুরতহাল শেষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

The post বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত appeared first on সোনালী সংবাদ.