নরসিংদীর শেখের চরের মেহেরপাড়া এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে আধিপত্য বিস্তার নিয়ে শেখের চরের মেহেরপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গোলাগুলি হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার রাতে সদর উপজেলার শেকারচরের মেহেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মঞ্জু (২২) মেহেরপাড়া পৌলানপুর এলাকার আব্দুর রসিদের ছেলে।
পুলিশ জানায়, এলাকার ইন্টারনেট ব্যাবসায় নিয়ন্ত্রন ও শেখেরচর কাপরের হাটে একটি সরাকারী খাস জায়গায় দোকান দখল নেওয়াকে কেন্দ্র করে মেহেরপাড়া ইউণিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক ইফতি’র সাথে মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আকরাম হোসেনের সাথে দন্ধ হয়।
বিষয়টি সিমাংসার জন্য বৃহস্পতিবার রাতে দুই পক্ষের সালিস বৈঠকের কথা ছিল। এরই মধ্যে রাত ৯টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় দুই পক্ষের গুলাগুলির ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের গুলিতে মঞ্জু নামে এক ইন্টারনেট ব্যাবসায়ী গুলিবিদ্ধ হয়।
এসময় আরো দুই জন আহত হয়। পরে মঞ্জুকে উদ্ধার করে সদর হাসপাতালের আনার সময় পাঁচদোনা পৌছালে তার মৃত্যু হয়। পরে তারা মঞ্জু’র লাশ হাসপাতালে না এনে শেখেরচর বাসষ্ট্যান্ডে নিয়ে যায়। ওই সময় উত্তেজিতরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানচলাচল স্বাভাবিক করেন। এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
মাদবদী থানার ওসি নজরুল ইসলাম বলেন,ইন্টারনেট ব্যাববসাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি। তবে আরো বিষয় আছে কিনা সেই বিষয়ে খোজ খবর নেওয়া হচ্ছে।
খুলনা গেজেট/এএজে
The post নরসিংদীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিতে নিহত ১ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024