পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে বাসচাপায় দুজনের মৃত্যু হয়েছে। এতে আহত আহত হয়েছেন একজন। তারা সম্পর্কে শ্যালক ও ভগ্নিপতি।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা এলাকার মোল্লাবাড়ি সংলগ্ন স্থানে ঢাকা-মঠবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শংকরপাশা এলাকার কামাল কাজীর ছেলে মো. রিয়াদ কাজী (২৭) ও জিয়ানগর (ইন্দুরকানী) উপজেলার পাড়েরহাট এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে শাহিন হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ঢাকা থেকে মঠবাড়িয়াগামী রাজিব পরিবহনের একটি বাস শংকরপাশা এলাকার মোল্লাবাড়ির কাছে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে রাস্তার পাশে থাকা তিনজনকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোবাহান হোসেন জানান, বাসটি জব্দ করা হয়েছে। এর চালককে ধরার চেষ্টা চলছে।
The post পিরোজপুরে বাসচাপায় শ্যালক-দুলাভাই নিহত appeared first on Amader Barisal - First online Newspaper of Greater Barisal - Stay with Barisal 24x7.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024