কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কবিরুল ইসলাম শিকদারকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
শুক্রবার (১৭ জানুয়ারি) ভোরে তাকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করেন সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনী সূত্রে জানায়, গ্রেপ্তার কবির শিকদারের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে।
জানা যায়, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর মোগলটুলী এলাকায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কবিরুল ইসলাম শিকদার ওরফে কবির শিকদারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তিনি বাড়িতেই অবস্থান করছিলেন। পরে তাকে গ্রেপ্তার করে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা কবির শিকদারকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
গ্রেপ্তারকৃত কবিরুল ইসলাম শিকদার বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
The post কুমিল্লায় সেনাবাহিনীর হাতে আ. লীগ নেতা গ্রেপ্তার appeared first on Ctg Times.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024