চট্টগ্রামের মীরসরাইয়ে দ্রুতগামী বাসের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মীরসরাইয়ের মায়ানী বড়ুয়া পাড়া এলাকার বাসিন্দা সভ্যরঞ্জন বড়ুয়ার ছেলে ও মায়ানী ইউনিয়ন বিএনপির সদস্য রুবেল বড়ুয়া (৪০), একই গ্রামের বাসিন্দা মেঘল বড়ুয়ার ছেলে নিপ্পু বড়ুয়া (৪৩) ও সুরেশ বড়ুয়ার ছেলে সনি বড়ুয়া (৩৭)।
স্থানীয়রা জানান, ভোরে মোটরসাইকেল নিয়ে সুফিয়া রোডের একটি হোটেলে ওই তিনজন নাস্তা করতে যায়। নাস্তা করে বাড়ি ফেরার পথে দ্রতগামী বাস ধাক্বা দিলে ঘটনাস্থলে তিনজনই মারা যায়। তাদের মধ্যে রুবেল বড়ুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যের দায়িত্বে রয়েছে।
মীররসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, ভোর রাতে সুফিয়া রোড় এলাকায় দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঘটনার পর পরই হাইওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে।
The post মীরসরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর appeared first on Ctg Times.