বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুক্রবার (১৭ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে দূর্বার রাজশাহী এবং সিলেট স্ট্রাইকার্স। টস জিতে ব্যাটিং নিয়েছে রাজশাহী।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়ায় বেলা দেড়টায়। খেলাটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি ও টি-স্পেটাৃস।
আজকের ম্যাচে সিলেটের একাদশে পরিবর্তন এসেছে একটি। তানজিম হাসান সাকিব খেলছেন না, তার জায়গায় খেলবেন রিস টপলি।
দূর্বার রাজশাহী একাদশ: মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), আফতাব আহমেদ, এনামুল হক (অধিনায়ক), ইয়াসির আলী, আকবর আলী (উইকেটরক্ষক), জিসান আলম, রায়ান বার্ল, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, মার্ক দেয়াল।
সিলেট স্ট্রাইকার্স একাদশ: রনি তালুকদার, জর্জ মানজি, জাকির হাসান (উইকেটরক্ষক), আরিফুল হক (অধিনায়ক), পল স্টার্লিং, অ্যারন জোন্স, জাকের আলী অনিক, নাহিদুল ইসলাম, রিস টপলি, রুয়েল মিয়া, নিহাদুজ্জামান।
খুলনা গেজেট/এএজে
The post টস জিতে ব্যাটিংয়ে রাজশাহী, সিলেটের একাদশে পরিবর্তন appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.