ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬৪ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার ভোরে ফুলপুরের বওলা বাজারের একটি মোটরসাইকেলের গ্যারেজ থেকে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম সাইমান ফকির। সে ফুলপুরের বওলা এলাকার মোঃ সোলায়মান ফকিরের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহের জেলা কার্যালয় উপপরিচালক মোঃ আনোয়ার হোসেনের সার্বিক তত্বাবধায়নে ক সার্কেলের উপ পরিদর্শক মোর্শেদ আলমের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফুলপুরের বওলা বাজারে একটি মোটরসাইকেল মেরামতের দোকানে (গ্যারেজ) ৩টি বস্তায় বিশেষ কায়দায় লুকানো অবস্থায় বিভিন্ন ব্যান্ডের ৬৪ বোতল বিদেশিমদ উদ্ধার করা হয়। এ সময় মোটরসাইকেল গ্যারেজ মালিক ফুলপুরের বওলা এলাকার
সাইমান ফকিরকে গ্রেফতার করা হয়। সে বওলা এলাকার মোঃ সোলায়মান ফকিরের ছেলে। এস আই মোর্শেদ আলম বলেন, সাইমান দীর্ঘদিন ধরে বিদেশি মদ কেনাবেচা চক্রের সাথে জড়িত। তার সহযোগী অন্যান্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।
The post ময়মনসিংহে মাদকের অভিযানে ৬৪ বোতল বিদেশিমদসহ একজন গ্রেফতার appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024