1:15 am, Saturday, 18 January 2025

কুয়াকাটায় বিএনপি-শ্রমিক দলের ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি:

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি নেতার একটি ভিডিও ভাইরাল এবং শ্রমিকদল নেতার সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কুয়াকাটা পৌর বিএনপি ও শ্রমিক দলের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা বিএনপি ও জেলা শ্রমিকদল।

পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক এবং জেলা শ্রমিক দলেরসহ সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন সোহেলের স্বাক্ষরিত পৃথক দুটি চিঠির মাধ্যমে তাদের এ নোটিশ দেওয়া হয়েছে। বিএনপি নেতাকে ২৪ ঘণ্টা এবং শ্রমিক দল নেতাকে ৪৮ ঘণ্টার মধ্যে জেলায় দলীয় স্ব স্ব কার্যালয়ে নোটিশের লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) উল্লেখিত নোটিশে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান ও কুয়াকাটা পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো. জসিম মৃধাকে শোকজ করা হয়।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরে কুয়াকাটায় এ দুই নেতার নামে নানা অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। এছাড়া কুয়াকাটা পৌর বিএনপির মাঠ পর্যায়ে রয়েছে দলীয় নানা বিশৃঙ্খলা ও আধিপত্য।

জেলা বিএনপির কারণ দর্শানোর নোটিশ সূত্রে জানা যায়, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমানকে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে বলা হয়, গত ১৫ জানুয়ারি ২০২৫ একটি ভিডিও ক্লিপ যাহা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয় এবং তাহা জেলা বিএনপির দৃষ্টিগোচর হয়েছে।

নোটিশে আরও বলা হয়, আপনার এ কর্মকাণ্ড শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থি। তাই কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না জানতে চেয়ে এ নোটিশ দেওয়া হয়েছে।

এদিকে জেলা শ্রমিক দলের কারণ দর্শানোর নোটিশ সূত্রে জানা যায়, কুয়াকাটা পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো. জসিম মৃধাকে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে বলা হয়, একাধিক গণমাধ্যমে আপনার বিরুদ্ধে বিভিন্ন অন্যায় ও অনিয়মের অভিযোগ লক্ষ্য করেছে পটুয়াখালী জেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক। যেগুলো আপনার থেকে অপ্রত্যাশিত।

আপনার এই কর্মকাণ্ড জাতীয়তাবাদী শ্রমিকদল পটুয়াখালী জেলা শাখার জন্য বিব্রতকর। তাই কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না জানতে চেয়ে এ নোটিশ দেওয়া হয়েছে।

জানতে চাইলে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান বলেন, আমি কারণ দর্শানোর নোটিশ এখনো হাতে পাইনি। তবে পাওয়ার সঙ্গে সঙ্গে উত্তর প্রস্তুত করে জমা দিয়ে দেব।

যে ভিডিও টির কথা বলা হচ্ছে সেটি একটি দলীয় সিদ্ধান্তের ব্যাখ্যা দিচ্ছিলাম। সেখানে কুয়াকাটা পৌর বিএনপির সভাপতিসহ একাধিক বিএনপির নেতাকর্মীর উপস্থিত ছিল। ভিডিওতে আমি যা বলছি তার ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলেও জানান এ নেতা।

এ বিষয় কুয়াকাটা পৌর শ্রমিক দলের সিনিয়র সহ- সভাপতি মো. জসিম মৃধা বলেন, আমি কারণ দর্শানোর নোটিশ হাতে পেয়েছি। উত্তর প্রস্তুত করে জমা দিয়ে দেব নির্দিষ্ট সময়ের মধ্যেই। তবে এটি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা। আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন।

The post কুয়াকাটায় বিএনপি-শ্রমিক দলের ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.

Tag :

কুয়াকাটায় বিএনপি-শ্রমিক দলের ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

Update Time : 05:08:53 pm, Friday, 17 January 2025

কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি:

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি নেতার একটি ভিডিও ভাইরাল এবং শ্রমিকদল নেতার সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কুয়াকাটা পৌর বিএনপি ও শ্রমিক দলের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা বিএনপি ও জেলা শ্রমিকদল।

পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক এবং জেলা শ্রমিক দলেরসহ সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন সোহেলের স্বাক্ষরিত পৃথক দুটি চিঠির মাধ্যমে তাদের এ নোটিশ দেওয়া হয়েছে। বিএনপি নেতাকে ২৪ ঘণ্টা এবং শ্রমিক দল নেতাকে ৪৮ ঘণ্টার মধ্যে জেলায় দলীয় স্ব স্ব কার্যালয়ে নোটিশের লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) উল্লেখিত নোটিশে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান ও কুয়াকাটা পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো. জসিম মৃধাকে শোকজ করা হয়।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরে কুয়াকাটায় এ দুই নেতার নামে নানা অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। এছাড়া কুয়াকাটা পৌর বিএনপির মাঠ পর্যায়ে রয়েছে দলীয় নানা বিশৃঙ্খলা ও আধিপত্য।

জেলা বিএনপির কারণ দর্শানোর নোটিশ সূত্রে জানা যায়, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমানকে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে বলা হয়, গত ১৫ জানুয়ারি ২০২৫ একটি ভিডিও ক্লিপ যাহা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয় এবং তাহা জেলা বিএনপির দৃষ্টিগোচর হয়েছে।

নোটিশে আরও বলা হয়, আপনার এ কর্মকাণ্ড শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থি। তাই কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না জানতে চেয়ে এ নোটিশ দেওয়া হয়েছে।

এদিকে জেলা শ্রমিক দলের কারণ দর্শানোর নোটিশ সূত্রে জানা যায়, কুয়াকাটা পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো. জসিম মৃধাকে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে বলা হয়, একাধিক গণমাধ্যমে আপনার বিরুদ্ধে বিভিন্ন অন্যায় ও অনিয়মের অভিযোগ লক্ষ্য করেছে পটুয়াখালী জেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক। যেগুলো আপনার থেকে অপ্রত্যাশিত।

আপনার এই কর্মকাণ্ড জাতীয়তাবাদী শ্রমিকদল পটুয়াখালী জেলা শাখার জন্য বিব্রতকর। তাই কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না জানতে চেয়ে এ নোটিশ দেওয়া হয়েছে।

জানতে চাইলে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান বলেন, আমি কারণ দর্শানোর নোটিশ এখনো হাতে পাইনি। তবে পাওয়ার সঙ্গে সঙ্গে উত্তর প্রস্তুত করে জমা দিয়ে দেব।

যে ভিডিও টির কথা বলা হচ্ছে সেটি একটি দলীয় সিদ্ধান্তের ব্যাখ্যা দিচ্ছিলাম। সেখানে কুয়াকাটা পৌর বিএনপির সভাপতিসহ একাধিক বিএনপির নেতাকর্মীর উপস্থিত ছিল। ভিডিওতে আমি যা বলছি তার ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলেও জানান এ নেতা।

এ বিষয় কুয়াকাটা পৌর শ্রমিক দলের সিনিয়র সহ- সভাপতি মো. জসিম মৃধা বলেন, আমি কারণ দর্শানোর নোটিশ হাতে পেয়েছি। উত্তর প্রস্তুত করে জমা দিয়ে দেব নির্দিষ্ট সময়ের মধ্যেই। তবে এটি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা। আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন।

The post কুয়াকাটায় বিএনপি-শ্রমিক দলের ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.