3:35 am, Saturday, 18 January 2025

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় নেই মোদি!

আর মাত্র দুই দিন পর যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্বনেতাদের। অতিথিদের তালিকায় স্থান পেয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকে। তবে আমন্ত্রণ পাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পলিটিকোর প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে সৌজন্যমূলকভাবে বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণ থাকে। সাধারণত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হয় না। তবে ট্রাম্প প্রচলিত রীতিনীতির অতটা তোয়াক্কা করেন না। তিনি তার শপথ অনুষ্ঠানে অনেক বিদেশি নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন।

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অতিথিদের তালিকায় দেখা গেছে, সেখানে রয়েছে ইউরোপ, এশিয়া ও উত্তর আমেরিকার অনেক রাষ্ট্রপ্রধানের নাম। এমনকি বিভিন্ন দেশের অনেক কট্টর ডানপন্থি ও জাতীয়তাবাদী রাজনীতিবিদদের আমন্ত্রণ জানাতে দেখা গেছে। তালিকায় রয়েছে চীনের প্রেসিডেন্ট শি-জিনপিংয়ের নামও। তবে ট্রাম্পকে ‘বন্ধু’ সম্বোধনকারী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম সেখানে নেই।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর বলেছেন, তিনি ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তবে নরেন্দ্র মোদির নাম না থাকার বিষয়টি চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শুক্রবার (১৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র রণধীর জয়সোয়াল বিষয়টি এড়িয়ে যান।

তবে চীনের প্রেসিডেন্ট শি-জিনপিং ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও তিনি হয়ত উপস্থিত থাকবেননা। পরিবর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পাঠানোর মধ্য দিয়ে তিনি ট্রাম্পের কাছে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে চান। গত সপ্তাহে সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের খবরে বলা হয়েছে, সম্ভবত চীনের ভাইস প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী ওই অনুষ্ঠানে যোগ দেবেন।

ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আমন্ত্রণ পেয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই। এমনকি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসাকারী হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অরবানও আমন্ত্রণ পেয়েছেন। তবে অরবান ওই অনুষ্ঠানে থাকতে পারছেন না বলে জানিয়েছেন।

আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন, এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে ও ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ও শীর্ষ ধনী ইলন মাস্কের পাশাপাশি শপথ অনুষ্ঠানে আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং মেটার প্রধান মার্ক জাকারবার্গের মতো প্রযুক্তি খাতের স্বনামধন্য ব্যক্তিরা উপস্থিত থাকছেন।

খুলনা গেজেট/এএজে

The post ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় নেই মোদি! appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

Tag :

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় নেই মোদি!

Update Time : 11:09:07 pm, Friday, 17 January 2025

আর মাত্র দুই দিন পর যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্বনেতাদের। অতিথিদের তালিকায় স্থান পেয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকে। তবে আমন্ত্রণ পাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পলিটিকোর প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে সৌজন্যমূলকভাবে বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণ থাকে। সাধারণত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হয় না। তবে ট্রাম্প প্রচলিত রীতিনীতির অতটা তোয়াক্কা করেন না। তিনি তার শপথ অনুষ্ঠানে অনেক বিদেশি নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন।

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অতিথিদের তালিকায় দেখা গেছে, সেখানে রয়েছে ইউরোপ, এশিয়া ও উত্তর আমেরিকার অনেক রাষ্ট্রপ্রধানের নাম। এমনকি বিভিন্ন দেশের অনেক কট্টর ডানপন্থি ও জাতীয়তাবাদী রাজনীতিবিদদের আমন্ত্রণ জানাতে দেখা গেছে। তালিকায় রয়েছে চীনের প্রেসিডেন্ট শি-জিনপিংয়ের নামও। তবে ট্রাম্পকে ‘বন্ধু’ সম্বোধনকারী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম সেখানে নেই।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর বলেছেন, তিনি ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তবে নরেন্দ্র মোদির নাম না থাকার বিষয়টি চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শুক্রবার (১৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র রণধীর জয়সোয়াল বিষয়টি এড়িয়ে যান।

তবে চীনের প্রেসিডেন্ট শি-জিনপিং ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও তিনি হয়ত উপস্থিত থাকবেননা। পরিবর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পাঠানোর মধ্য দিয়ে তিনি ট্রাম্পের কাছে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে চান। গত সপ্তাহে সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের খবরে বলা হয়েছে, সম্ভবত চীনের ভাইস প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী ওই অনুষ্ঠানে যোগ দেবেন।

ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আমন্ত্রণ পেয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই। এমনকি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসাকারী হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অরবানও আমন্ত্রণ পেয়েছেন। তবে অরবান ওই অনুষ্ঠানে থাকতে পারছেন না বলে জানিয়েছেন।

আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন, এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে ও ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ও শীর্ষ ধনী ইলন মাস্কের পাশাপাশি শপথ অনুষ্ঠানে আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং মেটার প্রধান মার্ক জাকারবার্গের মতো প্রযুক্তি খাতের স্বনামধন্য ব্যক্তিরা উপস্থিত থাকছেন।

খুলনা গেজেট/এএজে

The post ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় নেই মোদি! appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.