প্রথমবারের মতো খো খো বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে ভারতে। বাংলাদেশ নারী ও পুরুষ উভয় দলই পদকের উদ্দেশ্যে দিল্লি রওনা হয়েছিল। তবে কোয়ার্টার ফাইনালেই বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় নারী ও পুরুষ দুই বিভাগেই কোয়ার্টার ফাইনাল ম্যাচ হয়েছে। দুই ম্যাচেই বাংলাদেশ কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। পুরুষ বিভাগে বাংলাদেশ ১৮-৬৭ পয়েন্টে নেপালের বিপক্ষে হেরেছে। নেপাল খো খো-তে বাংলাদেশের চেয়ে অগ্রসর ছিল না তেমন। এরপরও এই দলের বিপক্ষে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি।
নারী বিভাগের কোয়ার্টারে বাংলাদেশ পড়েছিল স্বাগতিক ভারতের বিপক্ষে। ভারতের বিপক্ষে বাংলাদেশ নারী দলের হার অনুমেয়ই ছিল। প্রত্যাশা ছিল খানিকটা প্রতিদ্বন্দ্বিতার। সেই আশায় গুঁড়েবালি। স্বাগতিক ভারত ১০৯-১৬ পয়েন্টের বড় ব্যবধানে সেমিফাইনাল নিশ্চিত করেছে।
অন্য সকল ফেডারেশন ও খেলার মতো খো খো নানা সীমাবদ্ধতায় রয়েছে। এর ওপর আবার বিশ্বকাপের গ্রুপিং নিয়ে প্রশ্ন ছিল বাংলাদেশের। একই গ্রুপে বিশ্ব র্যাঙ্কিংয়ের দুই (বাংলাদেশ), তিন (নেপাল) ও চার (ইরান) থাকায় তাদের আপত্তি ছিল। যদিও এতে কর্ণপাত করেনি টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
খুলনা গেজেট/এএজে
The post কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের দুই দল appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024