স্টাফ রিপোর্টার: জুলাই বিপ্লব-২৪ উপলক্ষে শহীদদের স্মরণে প্রিমিয়ারলীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সমাপ্তির মাধ্যমে পর্দা নামলো। শুক্রবার ১৭ জানুয়ারি বিকেলে রাজশাহী নগরীর তেরখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের উত্তর-পশ্চিম কর্নারে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
মদিনা এন্টার প্রাইজ ও মাদারল্যান্ড এর মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মাদারল্যান্ড টুর্নামেন্টের চ্যাম্পিয়নের শিরোপা জিতে। টুর্নামেন্টের আয়োজক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মাসুম ও আতাউর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় এই প্রিমিয়ার ক্রিকেট লীগ অনুষ্ঠিত হয়। এতে ৮টি দল অংশগ্রহণ করে।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মুর্তজা, মহানগর জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি সাবেক ছাত্রনেতা আশরাফুল আলম ইমন, ১৪ নং ওয়ার্ড যুবদলের নেতা উজ্জ্বল আলী, জেলা যুবদলের নেতা তোফাজ্জল হোসেন শুভ, বিশিষ্ট ব্যবসায়ী মোবাশ্বের হোসেন, যুব নেতা ইমরান, যুবনেতা কাফি প্রমুখ।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা বলেন, জুলাই বিপ্লব এক স্বৈরশাসককে বিতারিত করে দেশকে জালিমের হাত থেকে মুক্ত করেছে। এই আন্দোলনে শহীদের রক্তের উপর দাড়িয়ে থাকা এই বাংলাদেশে আর কোনো হানাহানি রক্তপাত দেখতে চাইনা। একটি সুন্দর সমাজ গড়তে যুবসমাজের মধ্যে এভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরে অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
The post জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে ক্রিকেট টুর্নামেন্টের পর্দা নামলো appeared first on সোনালী সংবাদ.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024