এক যুগ আগেও ফেলে দেওয়া হতো নারিকেলের ছোবড়া। আবার কেউ কেউ জ্বালানি হিসেবে ব্যবহার করতেন। এই ছোবড়া এখন আর ফেলনা নয়। জাজিম, গদি, দড়ি, জুতা, সোফা, খেলনা ও শৌখিনসামগ্রী এবং কৃষিপণ্যসহ নানা জিনিস তৈরি হচ্ছে নারিকেলের ছোবড়া থেকে। রপ্তানি হচ্ছে বিদেশেও। জেলায় ইতিমধ্যে ছোবড়া পণ্যের ৩০টির মতো কারখানায় উৎপাদন চলছে।
ছোবড়ার আঁশ থেকে ঠিক কত আয় হয়, তার সঠিক পরিসংখ্যান বিসিক বা সরকারি কোনো দপ্তরেও… বিস্তারিত