সদ্য সেঞ্চুরির রেকর্ড গড়া লিটন দাস, যিনি দলের প্রথম জয়ে রেখেছিলেন বড় ভূমিকা, মাত্র এক ম্যাচ পরেই গ্যালারির অপমানজনক স্লোগানের শিকার হলেন। চট্টগ্রামের ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাটিংয়ে সুবিধা করতে না পারায় দর্শকদের ‘ভুয়া ভুয়া’ স্লোগানের মুখোমুখি হতে হয় তাকে।
গত ১৬ জানুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে ঢাকা ক্যাপিটালসের হয়ে লিটন ১৭ বলে ১৩ রান করে আউট হন। তার দল হারে ৮ উইকেটের বড় ব্যবধানে। এরপর ফিল্ডিংয়ের সময় গ্যালারি থেকে ভেসে আসে অবমাননাকর স্লোগান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সীমানার কাছে দাঁড়িয়ে থাকা লিটন ‘ভুয়া ভুয়া’ স্লোগান শুনে পেছন ফিরে তাকান। কোনো প্রতিক্রিয়া না দেখালেও তার চেহারায় ফুটে ওঠে অসহায় ভাব।
প্রশ্ন উঠেছে, মাত্র এক ম্যাচের পারফরম্যান্স ভুলে গিয়ে কীভাবে দর্শকরা একজন ক্রিকেটারের প্রতি এমন আচরণ দেখাতে পারেন? অনেকে এ ঘটনায় দেশের ক্রিকেট সমর্থকদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। চট্টগ্রামের অনেক সমর্থক ঘটনার জন্য লিটনের কাছে সামাজিক মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন। তারা লিখেছেন, ‘চট্টগ্রামের মানুষ এমন নয়। আমরা লিটনের প্রতি সম্মান জানাই।’
ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবিদ হোসেন সামি এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘খারাপ পারফরম্যান্স নিয়ে সমালোচনা করুন, কিন্তু কাউকে অপমান করার অধিকার নেই। লিটনের জায়গায় নিজেকে রাখুন। যদি এমন আচরণের শিকার হতেন, তবে আপনার কেমন লাগত?’
সামাজিক যোগাযোগমাধ্যমেও এ ঘটনার তীব্র সমালোচনা চলছে। লিটনের প্রতি এমন আচরণে ক্রিকেটপ্রেমীদের আরো দায়িত্বশীল হতে হবে বলে মত দিচ্ছেন অনেকে।
খুলনা গেজেট/এএজে
The post গ্যালারিতে ‘ভুয়া ভুয়া’ শুনে হতবাক লিটন appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024