আজ পর্দা উঠেছে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। আসরের উদ্বোধনী দিনে নিজেদের প্রথম ম্যাচ খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ে নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে মাত্র ৫২ রানে অলআউট করে দিয়েছে জুনিয়র টাইগ্রেসরা।
শনিবার (১৮ জানুয়ারি) টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৮ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ৫২ রানের বেশি করতে পারেনি নেপাল অনূর্ধ্ব-১৯ দল। দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন সানা পারভিন।
আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভুগেছে নেপালের ব্যাটাররা। ইনিংসের তৃতীয় ওভারে সাবিত্রি ধামীকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন নিশিতা নিশি। তিনে নেমে জুটি গড়ার চেষ্টা করেন পূজা মহৌত্র। তবে ১৮ বল খেলে মাত্র ২ রান করেছেন তিনি।
অধিনায়ক ফেরার পর আর কেউই সানা পারভিনকে সঙ্গ দিতে পারেননি। বাকিদের আসা-যাওয়ার মিছিলে একমাত্র ব্যতিক্রমক ছিলেন সানা। ৩২ বলে ১৯ এসেছে তার ব্যাট থেকে।
বাংলাদেশের হয়ে ১১ রানে ২ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার জান্নাতুল মাওয়া। তাছাড়া একটি করে উইকেট পেয়েছেন আনিসা আক্তার সুবা, ফাহমিদা ছোঁয়া ও নিশি।
খুলনা গেজেট/এএজে
The post নেপালকে ৫২ রানে অলআউট করল বাংলাদেশ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.