মালয়েশিয়ায় শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর। উদ্বোধনী দিনে ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের চতুর্থ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ, যাদের প্রতিপক্ষ নেপাল। বাংলাদেশ টস জিতে নেপালকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে। এই বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে খেলছে অস্ট্রেলিয়া, নেপাল এবং স্কটল্যান্ড।
আগের বিশ্বকাপে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম আসরে ভারত শিরোপা জিতেছিল। এবারেও বাংলাদেশ আত্মবিশ্বাসী, বিশ্বকাপ জয়ের জন্য। গত ডিসেম্বরে ভারতের কাছে এশিয়া কাপের ফাইনালে হেরে রানার্সআপ হওয়া বাংলাদেশ দলের অধিনায়ক সুমাইয়া আক্তার এক ভিডিও বার্তায় জানিয়েছেন, আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আমরা সবাই মিলে কঠোর পরিশ্রম করেছি। আমাদের জানি বিষয়টি সহজ হবে না, তবে আমরা নিজেদের সেরাটা দিতে সব সময় প্রস্তুত।
নেপালকে নিয়ে সুমাইয়া বলেন, নেপাল ভালো দল, তারা সবসময়ই চ্যালেঞ্জিং। আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। তারা তাদের সেরাটা দিয়ে চেষ্টা করবে, আমরাও আমাদের সেরাটা দেব।
বাংলাদেশের স্কোয়াড
সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা, মোসাম্মৎ ইভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমীন, আনিসা আক্তার সোবা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, লাকী খাতুন, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার ও সাদিয়া ইসলাম।
নেপালের স্কোয়াড
পূজা মাহাতো (অধিনায়ক), সনি পাখরিন, তিরসানা বিকে, রচনা চৌধুরী, সাবিত্রী ধমি, কৃষ্ণা গুরুং, কুসুম গোদার, সীমানা কেসি, অনু কাদায়ত, কিরণ কুনওয়ার, স্নেহা মহারা, জ্যোৎস্নিকা মারাসিনি, সানা প্রবীণ, রিয়া শর্মা ও আলিশা যাদব।
খুলনা গেজেট/এএজে
The post টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024