7:10 pm, Saturday, 18 January 2025

সীমান্তে বাংলাদেশিদের সঙ্গে ভারতীয়দের সংঘর্ষ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের সঙ্গে ভারতীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, শনিবার সকালে বাংলাদেশের সীমানার ভেতরে ঢুকে পড়ে ভারতীয়রা। তাদের অবস্থান টের পেয়ে জড়ো বাংলাদেশের স্থানীয় বাসিন্দারা। পরে স্থানীয়দের সঙ্গে ভারতীয়দের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

স্থানীয়রা জানিয়েছে, বিএসএফ সদস্যরা হঠাৎ করেই কাঁটাতারের বেড়ার পাশে ৫০০ থেকে ৬০০ ভারতীয়দের জড়ো করেন। এ সময় ভারতীয় নাগরিকরা একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। শেষ খবর বেলা ৩টা পর্যন্ত চলছে থেমে থেমে ধাওয়া ও পাল্টা ধাওয়া। এতে একজন বিজিবি সদস্য আহত হয়েছেন।

এদিকে এ বিষয়ে জানতে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটেলিয়াদের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়ার মোবাইল ফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

খুলনা গেজেট/ টিএ

The post সীমান্তে বাংলাদেশিদের সঙ্গে ভারতীয়দের সংঘর্ষ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

Tag :

সীমান্তে বাংলাদেশিদের সঙ্গে ভারতীয়দের সংঘর্ষ

Update Time : 04:08:26 pm, Saturday, 18 January 2025

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের সঙ্গে ভারতীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, শনিবার সকালে বাংলাদেশের সীমানার ভেতরে ঢুকে পড়ে ভারতীয়রা। তাদের অবস্থান টের পেয়ে জড়ো বাংলাদেশের স্থানীয় বাসিন্দারা। পরে স্থানীয়দের সঙ্গে ভারতীয়দের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

স্থানীয়রা জানিয়েছে, বিএসএফ সদস্যরা হঠাৎ করেই কাঁটাতারের বেড়ার পাশে ৫০০ থেকে ৬০০ ভারতীয়দের জড়ো করেন। এ সময় ভারতীয় নাগরিকরা একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। শেষ খবর বেলা ৩টা পর্যন্ত চলছে থেমে থেমে ধাওয়া ও পাল্টা ধাওয়া। এতে একজন বিজিবি সদস্য আহত হয়েছেন।

এদিকে এ বিষয়ে জানতে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটেলিয়াদের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়ার মোবাইল ফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

খুলনা গেজেট/ টিএ

The post সীমান্তে বাংলাদেশিদের সঙ্গে ভারতীয়দের সংঘর্ষ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.