নগর প্রতিনিধি:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের সাংগঠনিক টিম প্রধান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, দলের জন্য ত্যাগ শিকার করেছেন এবং ভবিষ্যতে দলকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে সেই রকমের নেতা যেন আমাদের কর্মীদের দ্বারা নির্বাচিত হয়। সেই বিষয়গুলো নিয়ে আজ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সঙ্গে মতবিনিময় করা হয়েছে।
তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলকে শক্তিশালী করতে হবে। ভবিষ্যতে নতুন কমিটি হবে, অনেকে অনেক ধরনের কথা বলবে। অনেক মতামত দেবে, ওই মতামতগুলো বিবেচনা করে ভবিষ্যতে আমরা কীভাবে দলকে শক্তিশালী করতে পারবো এবং নির্বাচনে দলীয় লোকের পক্ষে থেকে যেন কাজ করা হয় সেই বিষয়গুলো নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে।
আব্দুল আউয়াল মিন্টু বলেন, আমার আশা যখন নতুন নেতৃত্ব হবে তখন দেখবেন কোনো বিরোধ থাকবে না আপনাদের মধ্যে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে বরিশাল প্রেসক্লাবে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল আউয়াল মিন্টু বলেন, দেশে প্রায় ১২শ’ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বরিশালেও যদি কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে দল ঠিক অ্যাকশন নেবে।
তিনি আরও বলেন, গত জুলাই-আগস্ট মাসের অভ্যুত্থানে শেখ হাসিনার পতন শুধু এক মাসের সাফল্য নয়, এ সফলতা বিগত ১৫ বছরব্যাপী বিএনপি নেতৃত্বাধীন আন্দোলনের ফসল। বর্তমান অন্তর্বর্তী সরকারের দায়িত্ব একটা সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা।
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান। এছাড়া মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
The post সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলকে শক্তিশালী করতে হবে: আব্দুল আউয়াল মিন্টু appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.